এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার সব তছনছ করে দেবার হুমকি অনুব্রত মন্ডলের

এবার সব তছনছ করে দেবার হুমকি অনুব্রত মন্ডলের

বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের হুমকি ‘সিরিজ’ অব্যাহত। দল অনুমোদন করুক বা নাই করুক তিনি ‘তাঁর’ মতোই ‘রাজীনীতিটা’ করবেন পরিষ্কার করে দিলেন বীরভূমের বেতাজ বাদশা। এর আগে আব্দুল মান্নান ও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাত পা মেরে ভেঙ্গে ফেলে রাখার হুমকি এসেছিল তাঁর কাছ থেকে। যা শুনে দলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর মন্তব্য দল অনুমোদন করে না। কিন্তু দলের তরফে তাঁর প্রতি কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় নি। আর তাই পূর্ন উদ্যমে গতকাল তিনি বিরোধীদের হুমকি দিয়ে যান, দলীয় কর্মীদের উৎসাহিত করেন বিরোধীদের বিরুদ্ধে ভয়ঙ্কর সব পন্থা নিতে। তিনি বলেন, পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দিতায় তৃণমূল জিতবে। ভয় দেখাবেন না। ভয় দেখালে চোখ উপড়ে নেবেন, পাথরের চোখ লাগিয়ে দেবেন।
তারপরেও যথারীতি প্রশাসন চুপ, এইবিষয়ে তাঁর দলও আর কোনো বিবৃতি বা শাস্তিমূলক ব্যবস্থা নেয় নি। ফলে অনুব্রত বাবু তাঁর হুমকি সিরিজ আজও জারি রাখলেন। আজ তিনি জানান, আমার হাত রয়েছে বলে, সিপিএম বাড়ি থেকে বেরোতে পারছে। আমি হাত সরিয়ে নিলে সিপিএম আর বাড়ি থেকেই বেরোতে পারবে না। ওদের কোনও বড় লিডার এলে, আমাকে ফোন করে। আমিই বিষয়টি দেখে দিই। বিরোধীদের চোখে অপারেশন করিয়ে দিন, আর দেখিয়ে দিন উন্নয়ন। সঙ্গে দলীয় কর্মীদের তাঁর নিজস্ব ‘টিপস’, চোখ রাঙাবেন না, ভয় দেখাবেন না। এসব সহ্য করবো না। তোলপাড় করে দেব, উন্নয়নে বাধা দিতে এলে সব তছনছ করে দেব। তাঁর দলের হাত যখন তাঁর মাথায় এবং প্রশাসন কার্যত তাঁর শাসানিতেই অভ্যস্ত, তখন এই হুমকি সিরিজ অব্যাহতই থাকবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!