এখন পড়ছেন
হোম > জাতীয় > পঞ্চায়েতের আগেই মোদীর সৌজন্যে মুখ্যমন্ত্রীর মুকুটে নতুন পালক

পঞ্চায়েতের আগেই মোদীর সৌজন্যে মুখ্যমন্ত্রীর মুকুটে নতুন পালক

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই কৃষির উন্নয়নে জোর দিয়েছেন। আর সংসদে কেন্দ্রের পেশ করা গত চার বছরের খতিয়ানও বলছে যে শীর্ষে অবস্থান করেছে আমাদের বাংলা চাল উৎপাদনে। ২০১৪-১৭ সালের মধ্য়ে বাংলা যথাক্রমে ১৪৬,৭৭,২০,০০০ টন, ১৫৯,৫৩,৯০,০০০ টন, ১৫৩,০২,৫০,০০০ টন ও ১৪৯,৯০,০০,০০০ টন চাল উত্‍পাদন করেছে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এই সাফল্যের জন্য কেন্দ্রের তরফে পুরষ্কৃত করা হয়েছে বাংলাকে।বাম আমলে যা ফসল উৎপন্ন হতো তার থেকে অনেক বেশি উৎপাদন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে।আর তাতে বোঝাই যাচ্ছে যে গ্রামে কতোটা উন্নয়ন হচ্ছে।কৃষকরা কতটা উন্নতি করছে।মোদীজি কৃষকদের আয় দুই গুণ বাড়ানোর পরিকল্পনা করেছিলেন ২০২২ এর ভিতর।তার চার বছর আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার কৃষকদের আয় দ্বিগুণ বাড়িয়ে দেখিয়ে দিলেন।এ এক অন্যরকম সাফল্য তাঁর পঞ্চায়েত ভোটের আগে। তাঁর মুকুটে জুটলো নতুন পালক্ পঞ্চায়েত ভোটের আগে।ক্ষমতায় এসে তিনি যে কৃষি উন্নয়নে জোর দিয়েছিলেন সেটাই সোনার ফসল ফলিয়েছে।এটা নিঃসন্দেহে তাঁর জয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!