বিধানসভা নির্বাচন নয়, বাংলায় বিজেপির ‘নেক্সট টার্গেট’ স্পষ্ট করলেন দিলীপ ঘোষ কলকাতা বিশেষ খবর রাজ্য May 29, 2019 বাংলায় সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ঘুম উড়িয়ে ৪২ টির মধ্যে ১৮ টি আসন ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। আর তারপর থেকেই কার্যত গোটা বাংলা গেরুয়া ঝড়ে কাবু। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন কোনা থেকে কোনো না কোনো বিধায়ক বা হেভিওয়েট নেতারা একেবারে লাইন লাগিয়ে যোগ দিচ্ছেন গেরুয়া শিবিরে। আর এর ফলেই গেরুয়া সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস যে বর্তমান রাজ্য সরকার ২০২১ সাল পর্যন্ত টিকবে না। তার অনেক আগেই এই সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাবে। বিশেষ করে গেরুয়া শিবিরের নেতা মুকুল রায় তো হুমকি দিয়েই রেখেছেন, যে আগামী ৬ মাসের মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন এই সরকারকে তিনি ফেলে দেবেন। ফলে লোকসভা ভোট মিটতে না মিটতেই গেরুয়া শিবিরের মধ্যে বিধানসভা নির্বাচন নিয়ে চূড়ান্ত ব্যস্ততা শুরু হয়ে গেছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - কিন্তু, এই অবস্থায় বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ স্পষ্ট জানিয়ে দিলেন, আপাতত বিধানসভা নির্বাচন নয়, বরং বিজেপির লক্ষ্য কলকাতা পুরসভা দখল করা। কিন্তু, কোন পথে তা হবে, সে সম্পর্কে স্পষ্ট করে কিছু বলেননি খড়্গপুর সদরের বিধায়ক থেকে একেবারে মেদিনীপুরের সাংসদ হয়ে রাজ্য-রাজনীতিকে চমকে দেওয়া এই নেতা। দিলীপবাবুর বক্তব্যের পরিপ্রেক্ষিতে জল্পনা ছড়িয়েছে, তাহলে কি নৈহাটী, কাঁচরাপাড়া, হালিশহর বা ভাটপাড়ার দেখানো পথে কলকাতা পুরসভার সিংহভাগ কাউন্সিলর গেরুয়া শিবিরে যোগ দেবেন? নাকি, আগামী বছরের নির্দিষ্ট সময়ে কলকাতা পুরভোটে জিতে এই পুরসভার দখল নেবে বিজেপি? সেক্ষত্রে বিধানসভা নির্বাচন ছমাসের মধ্যে নয় – হয়ত হবে নির্দিষ্ট সময়েই। সবমিলিয়ে দিলীপবাবুর ‘নেক্সট টার্গেট’ ঘোষণার পরেই তীব্র জল্পনা রাজ্য রাজনীতিতে। আপনার মতামত জানান -