এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিজেপির বিরুদ্ধে যত খুশি লড়ুন, কিন্তু আইনের জালে ছাড় পাবেন না ভাইপো! স্পষ্ট জবাব বিজেপির!

বিজেপির বিরুদ্ধে যত খুশি লড়ুন, কিন্তু আইনের জালে ছাড় পাবেন না ভাইপো! স্পষ্ট জবাব বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দিল্লি থেকে কলকাতায় ফিরে সাংবাদিক বৈঠকে আবার অনেক বড় বড় কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই তাকে, তার স্ত্রী এবং বাবা-মাকে আবার নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই ব্যাপারেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করতেই তিনি জানিয়ে দিয়েছেন তাকে এবং তার পরিবারকে নোটিশ পাঠিয়ে জব্দ করতে পারবে না বিজেপি। অভিষেকবাবুর দাবি, তার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে এবং তিনি নরেন্দ্র মোদীর কাছে আত্মসমর্পণ করবেন না। বিজেপি বলছে, এটা তো বীরের মতো কথা এবং একটি ডেডিকেটেড রাজনৈতিক নেতার মত কথা। সেদিক থেকে একদম অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কথাই বলেছেন। সত্যিই তো, তিনি কেন বিজেপির কাছে আত্মসমর্পণ করতে যাবেন! কিন্তু এসব বলে কি ইডির নোটিশ, জেরা এই সমস্ত কিছুকে এড়িয়ে যেতে চাইলেন বাংলার যুবরাজ? তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন।

প্রসঙ্গত, দিল্লি থেকে বিক্ষোভ, ধর্না করার পর বুধবার রাতে বিমানবন্দরে নেমেছেন অভিষেকবাবু। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অনেক বড় বড় কথা বলেছেন। গেরুয়া শিবিরের প্রশ্ন, অভিষেকবাবুকে কে বিজেপির কাছে আত্মসমর্পণ করতে বলেছে? আর বিজেপি যে কেন্দ্রীয় এজেন্সিকে পরিচালিত করে না, তা তো স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ বিজেপি নেতারাও এই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকাতে সন্তুষ্ট নয়। তাহলে অভিষেকবাবু কেন এই ধরনের কথা বললেন? তিনি কি কোনো প্রমাণ দিতে পারবেন যে, নরেন্দ্র মোদী বা বিজেপির শীর্ষ নেতৃত্ব তাকে বিজেপির কাছে আত্মসমর্পণ করার জন্য কোনোভাবে চাপ দিচ্ছেন! নাকি বলতে হয় বলছি বলে নিজেকে সকলের সামনে হিরো সাজানোর চেষ্টা করলেন বাংলার যুবরাজ? তা নিয়ে প্রশ্ন তুলছে সমালোচক মহল।

বিজেপির দাবি, বিজেপির কাছে আজ কেন, কোনো কালেই আত্মসমর্পণ করতে হবে না অভিষেকবাবুকে। কিন্তু তিনি ইডি যে জেরার জন্য ডাকছে, তা অন্তত এড়িয়ে যাবেন না। এবার তিনি তাদের মুখোমুখি হন। প্রমাণ করুন যে, তিনি সততার প্রতীক। যিনি এক পয়সাও নেননি, এক পয়সার দুর্নীতির সঙ্গে জড়িত নন বলে বড় বড় গলায় দাবি করেন, তার রক্ষাকবচের কিসের প্রয়োজন? আসলে আর কিছুই না। বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে অভিষেকবাবু এখন বোঝানোর চেষ্টা করছেন যে, বিজেপি কেন্দ্রীয় এজেন্সিকে পরিচালিত করে তার ওপর প্রতিহিংসা পরায়ন আচরণ করছে। কিন্তু বিজেপির বহু কাজ রয়েছে দেশের গঠনমূলক ক্ষেত্রে। তাই তার মত চুনোপুটি নেতাকে এজেন্সি দিয়ে আটকে দেওয়ার চেষ্টায় অন্তত নরেন্দ্র মোদী মাথা ঘামাবেন না। অন্যায় যদি তিনি করে থাকেন, তাহলে তিনি সাজা পাবেন। তাকে কেউ আটকাতে পারবে না বলেই দাবি বিরোধীদের।

পর্যবেক্ষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো মতোই বুঝতে পেরেছেন যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবার আটঘাট বেঁধেই পথে নেমেছে। আদালত সেই ইডির ভূমিকায় বারবার সন্দেহ প্রকাশ করছে। ফলে ইডিকেও এবার প্রমাণ করতে হবে যে, তারা এই তদন্ত নিয়ে যথেষ্ট তৎপর। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নয়, তার সহধর্মিনী এবং তার মা-বাবাকেও ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সবদিক থেকেই অভিষেকবাবু কার্যত ঘেটে রয়েছেন বলেই মত একাংশের। তাই এখন এই সমস্ত কথা বলে গোটা বিষয়টিকে অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় মরিয়া  ভাইপো। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!