এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নিয়ে বড়সড় মন্তব্য বিপ্লব মিত্রর,জেনে নিন

তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা নিয়ে বড়সড় মন্তব্য বিপ্লব মিত্রর,জেনে নিন


নতুন ইনিংস শুরুর পর গতকালই প্রথম দক্ষিণ দিনাজপুরে ফিরলেন বিপ্লব মিত্র।গত ২৪ জুন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র দিল্লিতে পদ্ম শিবিরে যোগদান করেন। দিল্লি থেকে ফিরে নিজের জেলায় পা দিয়েই তিনি হুঁশিয়ারি দিলেন যে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণ দিনাজপুরে সাইনবোর্ডে পরিণত হবে তৃণমূল কংগ্রেস।

গতকাল বিকেলে দিল্লি থেকে বিমানে বাগডোগরাতে নেমে জেলায় প্রবেশ করেন বিপ্লব মিত্র। তাঁর সঙ্গে ছিলেন ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায় সহ বাকি নয় জন সদস্য। ভারতীয় জনতা পার্টির সদস্য হিসেবে দক্ষিণ দিনাজপুরে ফেরার পরেই জমকালো সম্বর্ধনার ব্যবস্থা করা হয়। প্রথমে কুশমণ্ডি ও পরে গঙ্গারামপুরে তাঁদের সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

সেখানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি শুভেন্দু সরকার, সাধারণ সম্পাদক বাপি সরকারসহ অন্য জেলা নেতৃত্ব। এই দুটি সভা থেকেই আত্মবিশ্বাসী পেয়ে প্রাক্তন তৃণমূল নেতা হুঁশিয়ারি দিয়ে জানান যে দেড় মাসের মধ্যেই এই জেলায় সাইনবোর্ডে পরিণত হবে তৃণমূল কংগ্রেস।শুধু তাই নয় পুরো উত্তরবঙ্গ থেকেই তৃণমূল সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে এমনটাই দাবি করেন সদ্য বিজেপিতে পা দেওয়া বিপ্লব মিত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, গত লোকসভা ভোটে বালুরঘাট কেন্দ্রে তৃণমূল প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বিপ্লববাবু। কিন্তু শীর্ষনেতৃত্ব তাঁর দাবিকে আমল না দিয়ে প্রার্থী ঘোষণা করেছিল অর্পিতা ঘোষকে । সেটা একেবারেই মেনে নিতে পারেননি তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। ভোটে বিজেপির সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হন অর্পিতা। তৃণমূলের অন্দরেই বিপ্লব মিত্রের নির্বাচনের সময় নিষ্ক্রিয় থাকার অভিযোগ ওঠে।
বালুরঘাট কেন্দ্রে এই পরাজয়ের পর ক্ষুব্ধ হয়ে দলনেত্রী মমতা ব্যানার্জী বিপ্লব মিত্রকে জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেন।তাঁর জায়গায় দায়িত্ব পান অর্পিতা ঘোষ।

নতুন জেলা সভাপতি হয়েই অর্পিতা তৃণমূলের জেলা সংগঠনের বিভিন্ন পদ থেকে সরাতে থাকেন বিপ্লব অনুগামীদের।দক্ষিণ দিনাজপুর জেলায় তীব্র অর্পিতা বিরোধী তৃণমূলের এই বর্ষীয়ান নেতা এর পরেই বিজেপিতে যোগ দেওয়ার চেষ্টা শুরু করেন। দিল্লিতে বিপ্লববাবুর সংগে লিপিকা রায়, মফিজ়উদ্দিন মিঞা, বিশ্বনাথ পাহান, শিপ্রা নিয়োগী, চিন্তামণি বিহা, প্রতিভা মণ্ডল, ইরা রায়, শংকর সরকার, পঞ্চানন বর্মণ ও গৌরী মালি সহ দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের ১০ জন সদস্য সহ পদ্ম শিবিরে যোগদান করেন।

গতকাল সংবর্ধনার পর বিপ্লব মিত্র সাংবাদিকদের সামনে অর্পিতা ঘোষকে কটাক্ষ করে জানান,”২০১৪ সালে যাকে বালুরঘাটের মানুষ জিতিয়েছিলেন তিনি আর যাই হোক রাজনীতি বোঝেন না।” পাশাপাশি তাঁর দাবি এই জেলায় তাঁর হাত তৃণমূল। এখন তাঁর হাত ধরেই সব পঞ্চায়েত, পুরসভা বিজেপিতে যোগদান করবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!