জল্পনা বাড়িয়ে ‘হাতে অস্ত্র তোলার’ নিদান বঙ্গ বিজেপি নেত্রীর বিশেষ খবর রাজ্য March 5, 2018 গত বৃহস্পতিবার বাঁকুড়া জেলার সোনামুখী এলাকায় অনুষ্ঠিত হয় কেন্দ্রের শাসকদল বিজেপি-র জনসভা। সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি লকেট চট্টোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের হিংসা কবলিত মহিলাদের কথা তুলে ধরে তিনি নিজেদের সম্মান রক্ষার জন্য রাজ্যের মহিলাদের হাতে অস্ত্র তুলে নেওয়ার পরামর্শ দেন । হুগলীর রিষড়ার একটি কলেজে এক ছাত্রীকে মারধর করার অভিযোগে অভিযুক্ত হয় স্থানীয় এক প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে । অভিযুক্তের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। সেই সকল ঘটনা উল্লেখ করে লকেট চট্টোপাধ্যায় বলেছেন, “আজকে পশ্চিমবঙ্গে কলেজের ছেলেরা মহিলাদের দেখলে বলছে আমরা মহিলাদের যখন ইচ্ছা ধর্ষণ করতে পারি। শিক্ষামন্ত্রী তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছেন না। যেই দলের নেত্রী মহিলা সেই দলের এক সমর্থক ছাত্র বলছে ধর্ষণ করবে। যেই রাজ্যে পুলিশ-প্রশাসন তৃণমূলের অঙ্গুলিহেলনে চলছে সেই রাজ্যে মহিলারা কী করবে? নিজেদের বাঁচাতে, পরিবারকে বাঁচাতে মহিলাদের অস্ত্র তুলে নিতে হবে।” লকেট চট্টোপাধ্যায়ের এহেন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলায় রাজনৈতিক উত্তাপ বাড়বে বলেই মনে করছেন সংশ্লিষ্ট রাজনৈতিকমহল। আপনার মতামত জানান -