এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভারতী ঘোষের প্রসঙ্গ টেনে এনে রাজীব কুমারের বদলি নিয়ে কার্যত বোমা ফাটালেন দিলীপ ঘোষ

ভারতী ঘোষের প্রসঙ্গ টেনে এনে রাজীব কুমারের বদলি নিয়ে কার্যত বোমা ফাটালেন দিলীপ ঘোষ

ভারতী ঘোষের দলবদলের প্রসঙ্গ টেনে রাজীব কুমারের বদলি নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে রাজ্যরাজনীতিতে শোরগোল ফেলে দিলেন দিলীপ ঘোষ। রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে রাজ্য বিজেপির একটি নির্বাচনী বৈঠক হয়। সেই বৈঠকে হাজির ছিলেন দিলীপ বাবু।

বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে চিরাচরিত চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে কটাক্ষ করে বলেন,’রাজীব কুমারের বদলি ভারতী ঘোষের সেকেন্ড ভার্সন। তাঁর ভবিষ্যত এখন অন্ধকার। তাঁকে ভারতীর মতোই ব্যবহার করে ছুঁড়ে ফেলা হল।’ প্রসঙ্গত,সম্প্রতি কোলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে এডিজি(আইনশৃঙ্খলা) অনুজ শর্মাকে।

রাজীব কুমারকে বদলি করা হয়েছে এডিজি(সিআইডি) পদে। চিটফাণ্ডের সিবিআইয়ের জেরার সম্মুখীন হওয়ার পর তড়িঘড়ি করে সিপি-র পদ থেকে রাজীব কুমারকে রদবদলকে ঠিকভাবে মেনে নিচ্ছে না বিজেপি। সেটাই এদিন স্পষ্ট হল দিলীপ ঘোষের মন্তব্যে। রাজ্য বিজেপি সুপ্রিমো এদিন এটাও বললেন,রাজীব কুমারের বর্তমান ভাবমূর্তির সাপেক্ষে তিনি রাজ্যের কোনো পদেই সম্মানের সঙ্গে কাজ করতে পারবেন না। দিলীপ ঘোষকে এই মন্তব্য নতুন বিতর্ককে উস্কে দিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক খুন এবং বজবজের তৃণমূল কাউন্সিলরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। এই অভিযোগের বিরুদ্ধেও এদিন সরব হলেন দিলীপ ঘোষ। বললেন,’তৃণমূলের বিধায়ক-নেতারা খুন হলেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ ওঠে। এটা নতুন কিছু নয়। কারও দোষ প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে। বাকিটা পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

উল্লেখ্য,এদিন লোকসভা ভোটের প্রার্থী বাছাই নিয়ে প্রথম রাজ্য বিজেপির নির্বাচন কমিটির বৈঠক হয়। রাজারহাটে আয়োজিত সেই বৈঠকে হাজির ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, রাহুল সিনহা, দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ রাজ্যে দলের কোর কমিটির সদস্যরা। লোকসভা ভোটে প্রার্থী হতে চেয়ে একাধিক আবেদন পত্র জমা পড়েছে। এখনো পর্যন্ত ৫০০-র বেশি আবেদন পত্র জমা পড়েছে বলেই খবর রয়েছে বিজেপি সূত্রের।

এর মধ্যে বনগাঁ এবং বারাসাত থেকেই সবথেকে বেশি আবেদন জমা পড়েছে। আসানসোল কেন্দ্র থেকেও প্রার্থী হতে চেয়ে একাধিক আবেদন জমা পড়েছে। প্রতিটি আসনের জন্য তিনটি করে নাম বাছাই করে রাজ্যের তরফ থেকে কেন্দ্রের দপ্তরে পাঠানো হবে। প্রার্থীর নাম চূড়ান্ত করবেন জাতীয় বিজেপি সভাপতি অমিত শাহ।

তবে যেহেতু দলের রাজ্য পদাধিকারী প্রার্থী নির্বাচন করার অধিকার রয়েছে কেন্দ্রের তাই এই পদে প্রার্থী হতে চেয়ে এখনো কোনো আবেদন জমা পড়েনি। তবে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আইনজীবী, চিকিৎসক সহ বুদ্ধিজীবীদের বিশেষ প্রাধান্য দেওয়া হবে বলেই জানা গিয়েছে বিজেপি সূত্রের খবরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!