এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > গেরুয়া শিবিরের হারের জন্য দায়ী কে? কোন তত্ত্ব তুলে ধরলেন হেভিওয়েট বিজেপি নেতা?

গেরুয়া শিবিরের হারের জন্য দায়ী কে? কোন তত্ত্ব তুলে ধরলেন হেভিওয়েট বিজেপি নেতা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টএকুশের বিধানসভার নির্বাচনে দেখা গিয়েছে বিপুল ভোটে তৃণমূল শিবিরের জয় এবং প্রত্যাবর্তন আবারও তৃণমূল সরকারের। বিপুল আসনের দাবি করেও মুখ পুড়েছে গেরুয়া শিবিরের। আর এবার একুশের বিধানসভা নির্বাচনে হারের কারণ নিয়ে কাটাছেঁড়া করতে বসলেন রাজ্য বিজেপির যুব শাখার সভাপতি সৌমিত্র খাঁ। প্রসঙ্গত, সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ বিজেপি থেকে তৃণমূল শিবিরে যোগদান করেছিলেন এবং এবারের নির্বাচনে তিনি প্রার্থী তালিকায় স্থান পেয়েছিলেন। এদিকে বাংলায় বিজেপির শোচনীয় হারের পেছনে সৌমিত্র খাঁ কিন্তু শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন।

উল্লেখ্য, শুভেন্দু অধিকারী তৃণমূল শিবির থেকে চলে আসার পর গেরুয়া শিবিরের অন্যতম মুখ হয়ে ওঠেন এবং নন্দীগ্রাম থেকে প্রার্থী হয়ে জয় লাভ করেন। বর্তমানে বিজেপির তরফ থেকে তাঁকে বিরোধী দলনেতা করা হয়েছে বিধানসভায়। কিন্তু এই শুভেন্দু অধিকারীকেই একুশের নির্বাচনে ভরাডুবির জন্য দায়ী করেছেন সৌমিত্র খাঁ। কিন্তু একসময় এই সৌমিত্র খাঁই কিন্তু শুভেন্দু অধিকারীকে গেরুয়া শিবিরে স্বাগত জানিয়েছিলেন। সেই সৌমিত্র খাঁই বর্তমানে বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর পদত্যাগ দাবি করলেন। গেরুয়া শিবির সূত্রে জানা যাচ্ছে, সৌমিত্র খাঁ এর বিশ্বাস, বঙ্গ বিজেপির এই বিপুল ভরাডুবির জন্য একমাত্র দায়ী শুভেন্দু অধিকারী।

এরপরেও বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুকে নির্বাচন করায় তিনি ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন। পাশাপাশি খবর, সৌমিত্র খাঁ দলের সিনিয়র নেতাদের কাছে তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন। সৌমিত্র খাঁ এর মতে, জঙ্গলমহলে বিজেপির খারাপ ফলাফলের জন্য একমাত্র শুভেন্দু অধিকারী দায়ী। 2019 এর লোকসভা নির্বাচনে যেখানে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ব্যাপক ভালো ফল হয়েছিল বিজেপির, সেখানে একুশের বিধানসভা নির্বাচনে এত খারাপ ফল হবার কথা নয়। এক্ষেত্রে সৌমিত্র খাঁ যুক্তি দিয়েছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার জন্য সিপিএমের যাবতীয় ভোট তৃণমূলে চলে গিয়েছে। যে ভোট লোকসভা নির্বাচনের সময় বিজেপিতে এসেছিল সেই ভোট এবারের নির্বাচনে তৃণমূলের দিকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সৌমিত্র খাঁ এর দাবি, যে সিপিএম ভোটারদের ক্ষোভ ছিল শুভেন্দু অধিকারীর ওপর, তাঁরাই 2019 এর বিজেপিকে সমর্থন করেছিল। কিন্তু শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে আসায় যথারীতি তাঁরা তৃণমূলের দিকে চলে গিয়েছে। অন্যদিকে সৌমিত্র খাঁ এর বিস্তারিত ব্যাখ্যা শুনে তাঁকে দলের তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিজেপির যুব শাখা সূত্রে জানা গিয়েছে, সৌমিত্র খাঁ তাঁর দলের সিনিয়রদের পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন। কিন্তু তাঁ কথায় গুরুত্ব না দিয়ে তাঁকে তাঁর লোকসভা আসন বিষ্ণুপুরের দিকে নজর দিতে বলা হয়েছে। এবং যুব শাখার ব্যাপারে বিশেষ জড়িত না থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে সৌমিত্র খাঁ চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছেন এবারের নির্বাচনে বিজেপির যুব শাখাকে ব্যবহার না করায়। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, গেরুয়া শিবিরে কিন্তু ক্রমশ অশান্তি জটিল হচ্ছে। তৃণমূল থেকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দুকে সামনের সারিতে নিয়ে আসা হয়। এমনকি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও তাঁকে সব সময় দেখা যায়। গেরুয়া শিবিরে কিন্তু এবারের নির্বাচনে দেখা গিয়েছে নব্য নেতাদের ভিড়। এর ফলে আদি নেতাদের ক্ষোভও সামনে এসেছে। আর এবার সৌমিত্র খাঁ এর ব্যাখ্যা গেরুয়া শিবিরকে চূড়ান্ত অস্বস্তির মুখে ফেলল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!