এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > পঞ্চায়েতের আগেই সুখবর, রাজ্যে হাজার-হাজার সরকারি কর্মসংস্থানের পথে রাজ্য সরকার

পঞ্চায়েতের আগেই সুখবর, রাজ্যে হাজার-হাজার সরকারি কর্মসংস্থানের পথে রাজ্য সরকার

রাজ্যের কয়েক হাজার বেকার যুবক যুবতী সহ তাদের পরিবারের জন্যে সুসংবাদ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী জানালেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যে ছ’ হাজার গ্রুপ-ডি কর্মী নিয়োগ হতে পারে । উল্লেখ্য সম্প্রতি রাজ্যে চতুর্থ শ্রেণী বা গ্রুপ-ডি কর্মী নিয়োগের চূড়ান্ত মৌখিক পরীক্ষা বা ইন্টারভিউ নির্বিঘ্নে শেষ হয়েছে। সরকারি চাকরির আশায় এই পরীক্ষায় বসতে চেয়ে ২৪ লক্ষ পরীক্ষার্থী আবেদন করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে সমস্ত আবেদনকারীর পরীক্ষায় বসার ফি মকুব করা হয়েছিল। ২০১৭ সালের ২০ মে রাজ্যজুড়ে ৮৫ নম্বরের লিখিত পরীক্ষার আয়োজন করে বোর্ড। প্রায় ১৮ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে প্রথম দফায় উর্ত্তীণ হন মাত্র ১৮ হাজার ৩৫৬ জন। গত ১৬ অক্টোবর থেকে সংশ্লিষ্ট প্রার্থীদের ইন্টারভিউ শুরু হয়। যা গত শুক্রবার শেষ হয়। বিশেষ সূত্রের খবর অনুসারে মার্চ মাসের তৃতীয় সপ্তাহে বোর্ডের তরফে ছ’ হাজার শূন্যপদের জন্য সফল প্রার্থীদের চূড়ান্ত মেধা তালিকা নবান্নে পাঠিয়ে দেওয়া হবে। ফলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই হাসি ফুটতে চলেছে সরকারি চাকরি প্রত্যাশীদের মুখে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!