এখন পড়ছেন
হোম > জাতীয় > নিজামুদ্দিনের সমাবেশে যোগ দেওয়া 19 জনকে গ্রেফতার! জোর গুঞ্জন!

নিজামুদ্দিনের সমাবেশে যোগ দেওয়া 19 জনকে গ্রেফতার! জোর গুঞ্জন!


লকডাউনকে আটকাতে টানা 21 দিন দেশ বন্ধ রাখার কথা বলা হয়েছিল। অনেকেই আশা করেছিলেন, এই লকডাউনের ফলে করোনাকে অনেকটাই প্রতিহত করা যাবে। তবে এরই মাঝে আশ্চর্যজনকভাবে লকডাউনের নির্দেশকে উপেক্ষা করে দিল্লির নিজামুদ্দিনে তবলিগি জামাতের বিপুল সমাবেশ অনুষ্ঠিত হতে দেখা যায়। একটি ধর্মীয় সংগঠন কিভাবে এই ধরনের কাজ করতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই।

এত বড় বিপুল সমাবেশের পর নিঃসন্দেহে চিন্তা বেড়ে যায় গোটা দেশের। এমনকি সেই চিন্তাকে বাড়িয়ে দিয়ে বেশ কিছু ক্ষেত্রে সেই সমাবেশে যোগ দেওয়া ব্যক্তিদের মধ্যে আক্রান্তের ঘটনা সামনে আসতে শুরু করে। যার ফলে আরও আতঙ্ক বৃদ্ধি পায়। তবে প্রশাসনের পক্ষ থেকে বারবার নির্দেশ দেওয়া হয়েছিল যে, যারা নিজামুদ্দিনে সেই ধর্মীয় সমাবেশে যোগ দিয়েছিলেন, তারা চিকিৎসা করিয়ে নিন। কিন্তু তা সত্ত্বেও অনেকে গা ঢাকা দিয়ে নিজের মত করে সামাজিক দূরত্বকে না মেনে চলাচল শুরু করেছিলেন। যার ফলে বিভিন্ন রাজ্যে তৈরি হয়েছিল আতঙ্ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেননা এই নিজামুদ্দিনে যে সমস্ত মানুষ যোগ দিয়েছিলেন, তারা কমবেশি প্রতিটি রাজ্যে ছিলেন। ফলে তারা ছড়িয়ে ছিটিয়ে সেই সমস্ত রাজ্যে চলে যাওয়ায় করোনা গোষ্ঠী সংক্রমনের দিকে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। আর এমতাবস্তায় এবার গা ঢাকা দিয়ে লুকিয়ে থাকা 19 জন তাবলিগি জামাতিকে গ্রেফতার করল পুলিশ। যার ফলে এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল‌।

সূত্রের খবর, দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশে অংশ নেওয়ার পর এই ব্যক্তিরা দুটি মসজিদে লুকিয়ে ছিলেন। তবে এবার তাদের গা-ঢাকা দেওয়ার খবর পেয়ে বিন্দুমাত্র সময় নষ্ট না করে তাদেরকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে, ধৃত 19 জনের মধ্যে 16 জন বিদেশি। যার মধ্যে সাতজন ইন্দোনেশিয়ার এবং 9 জন থাইল্যান্ডের ব্যক্তি। আর এতদিন পর একটি মসজিদ থেকে 19 জন ব্যক্তিকে গ্রেপ্তার করায় অনেক মানুষের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক‌।

অনেকেই বলছেন, এই ব্যক্তিদের না হয় মসজিদ থেকে এদিন গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু এদের মত আরও অনেকেই তো নানা জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ফলে তাদের যদি ধরতে না পারা যায়, তাহলে তো দিনকে দিন করোনার প্রকোপ বাড়তে শুরু করবে। কিভাবে তাহলে করোনা মুক্ত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াবে ভারতবর্ষ!

তবে নানা মহলে এই প্রশ্ন উঠলেও, এদিন 19 জনকে পুলিশ গ্রেপ্তার করার পর পরোক্ষে প্রশাসন বার্তা দিয়ে দিল যে, যারা এখনও পর্যন্ত গা ঢাকা দিয়ে রয়েছেন, তারাও পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। এখন প্রশাসনের পক্ষ থেকে এই বার্তা দেওয়ার পরও সেই জমায়াতে যোগ দেওয়া গা-ঢাকা দিয়ে থাকা তবলিগি সদস্যদের হুশ ফেরে কিনা, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!