এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘প্রমাণ হলে বুলডোজার দিয়ে উড়িয়ে দিন’ ! বৈঠক শেষে সমালোচনার বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা !

‘প্রমাণ হলে বুলডোজার দিয়ে উড়িয়ে দিন’ ! বৈঠক শেষে সমালোচনার বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী মমতা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বর্তমানে রাজ্যের বিভিন্ন মহলে শাসকদলের নেতাত্রীদের নিয়ে সমালোচনার ঝড় বইছে রাজ্য জুড়ে । যেখানে নিয়োগ থেকে শুরু করে রাজ্যে একাধিক ইস্যুতে দূর্নীতি জড়িত বলে অভিযোগ বিরোধি শিবেরের নেতানেত্রীদের । এমনকি কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে৷ যেখানে তাঁর পরিবারের সদস্যরা সরকারি সম্পত্তি বাজার মূল্যের চেয়ে কমে কিনে নিজেদের নামে করে নিয়েছেন এমন অভিযোগ ।তবে এই সমস্ত অভিযোগের জবাব দিয়ে এদিন মুখ্যমন্ত্রী নিজেই তদন্তের নির্দেশ দিয়েছেন অভিযোগ সম্পর্কে।

 আজ বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে বিরোধীদের লাগাতার সমালোচনার বিরুদ্ধে সোচ্চার হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়  কটাক্ষের জবাব দিয়ে পরিসংখ্যান তুলে ধরে গত ১২ বছরে যে একটি টাকাও নেননি তিনি তা জানিয়ে দিলেন ।এর পাশাপাশি তিনি আরো জানান এই ক’-বছরে মুখ্যমন্ত্রীর উপার্জনস্বরূপ সরকারি হিসেবে অন্তত ৫ থেকে ৬ কোটি টাকা তাঁর প্রাপ্য হলেও তিনি  তার কানাকড়িও নেন না সেকথা স্পষ্ট জানিয়ে দিলেন।

এদিন মুখ্যমন্ত্রী আরো স্পষ্ট বার্তায়  জানান  “আমার পরিবার সরকারের জমি দখল করে রয়েছে? এই ধরনের কোনও জমি সরকার থেকে নিয়েছি? আমি বলব, আপনাদের তদন্ত করে প্রমাণ হলে বুলডোজার দিয়ে উড়িয়ে দিন। আমি নিজে মুখ্য সচিব, ল্যান্ড সেক্রেটারিকে বলেছি তদন্ত করতে। আমি নিজের কাছে ক্লিয়ার থাকতে চাই।” স্বভাবতই এদিন মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে সরকারের জমি দখল সম্পর্কে জানিয়ে দিলেন তিনি নিজেই তদন্তের নির্দেশ দিয়েছেন তদন্ত করে প্রমাণ হলে বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়ার কথা যাতে তিনি ক্লিয়ার থাকতে পারেন । সব মিলয়ে আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে গড়ায় সেদিকে নজর সকলের ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!