এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলার অবস্থা দেখে চোখে জল রাষ্ট্রপতির, ফোন করলেন মমতাকে

বাংলার অবস্থা দেখে চোখে জল রাষ্ট্রপতির, ফোন করলেন মমতাকে


আমফানের ব্যাপক প্রভাব পড়েছে বাংলায়। রাজ্যে অন্তত ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গোটা বাংলা হয়েছে লন্ডভন্ড। উদ্বিগ্ন প্রকাশ করে আজ রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যাচ্ছে, এর মধ্যেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও উদ্বেগ প্রকাশ করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন রাষ্ট্রপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ তিনি ফোনে মুখমন্ত্রীকে বলেন, ‘বাংলার অবস্থা দেখে চোখে জল আসছে।’জানা যাচ্ছে, আমফানে বিপর্যস্ত বাংলা। বিশেষ করে দক্ষিণবঙ্গের হাল রীতিমতো বেহাল। প্রচুর ক্ষতক্ষতি হয়ে গিয়েছে। পরিস্থিতি দেখতে রাজ্যে ইতিমধ্যেই এসেছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে হেলিকপ্টারে তিনি পরিদর্শন করবেন ক্ষতিগ্রস্ত এলাকা।

১১.২০ মিনিটে বসিরহাটে প্রধানমন্ত্রীর প্রশাসনিক বৈঠক করছেন আর প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকার কথা রয়েছে। সেই প্রশাসনিক বৈঠক সেরেই কলকাতায় ফেরার কথা প্রধানমন্ত্রীর।সেখান থেকে ওডিশার উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!