এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অমিত শাহের পরিকল্পনায় খোলনলচে বদলাচ্ছে বঙ্গ-বিজেপির! দায়িত্বে আসতে চলেছেন একাধিক হেভিওয়েট

অমিত শাহের পরিকল্পনায় খোলনলচে বদলাচ্ছে বঙ্গ-বিজেপির! দায়িত্বে আসতে চলেছেন একাধিক হেভিওয়েট

2021 সালের বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যে দলকে প্রস্তুত করতে শুরু করে দিয়েছে বিজেপির মহারথী অমিত শাহ। 2021 এর গেরুয়া ঝড় এর দিক নির্ণয় করতে অভিনব গেম প্ল্যান সাজাচ্ছেন অমিত শাহ। 2019 এর লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপির লক্ষ্য 2021 এর বিধানসভা নির্বাচনে বাংলা দখল করা। আর তা করতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের পরিকল্পনায় রাজ্য বিজেপির আমূল পরিবর্তন হতে চলেছে এবার। সম্পূর্ণ নতুন টিম আসতে চলেছে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে। পরিকল্পনা সফল করতে ইতিমধ্যে নতুন টিমের প্রার্থী তালিকা পৌঁছে গেছে দিল্লিতে।

2021 এর পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন পালাবদল কিভাবে হতে চলেছে তা নিয়ে চলছে জল্পনা। অন্যদিকে, 2019 এর লোকসভা ভোটের পর তৃণমূলও পিছিয়ে নেই তাঁরা কাজে লাগিয়েছে ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরকে। প্রশান্ত কিশোরের পরিকল্পনামাফিক এখন তৃণমূল কোমর বেঁধে নিজেদের গড়ের দখল রাখতে ময়দানে নেমেছে।

সূত্রের খবর, সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহের নির্দেশেই বঙ্গ বিজেপির খোলনলচে বদলাতে চলেছে। এই পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য কমিটি, জেলা কমিটি, জেলা সভাপতি, সম্পাদক, সাধারণ সম্পাদক, যুব মহিলা মোর্চার সভাপতি পদে বদল হচ্ছে বলে জানা গেছে। শোনা যাচ্ছে কমপক্ষে 11 টি জেলা সভাপতির পদে বদল আনা হবে। এই তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ কলকাতা, হাওড়া, হুগলি বর্ধমান, শিলিগুড়ি, কালিম্পং। এর সাথে পশ্চিমবঙ্গের 500 মন্ডল সভাপতিরও বদল হবে বলে শোনা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বঙ্গ বিজেপিতে এবার তরুণ প্রজন্ম সামনের সারিতে আসছে বলে জানা গেছে। সূত্রের খবর, ইতিমধ্যে দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায় তালিকা তৈরি করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত চূড়ান্ত করলেই তালিকা অনুযায়ী বদল হবে বঙ্গ বিজেপি শিবিরে। শোনা যাচ্ছে, দলে আসা নতুন মুখগুলি এবার দায়িত্ব পেতে চলেছে বিজেপি শিবিরে। যার মধ্যে অভিনেতা সুমন বন্দোপাধ্যায়, অভিনেত্রী রিমঝিম মিত্র সম্পাদক হতে পারেন।

তবে বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতির পদ থেকে দেবজিৎ সরকার সরে যাচ্ছেন। তাকে নিয়ে যাওয়া হচ্ছে সম্পাদক পদে। অন্যদিকে মহিলা মোর্চা সভানেত্রী থেকে লকেট চ্যাটার্জিকে সরিয়ে বিজেপি রাজ্য কমিটিতে নিয়ে আসার কথা হয়েছে। তবে বিজেপির তরুণদল শুভ্রাংশু রায়, শঙ্কুদেব পান্ডা, তাপস ঘোষ বিশেষ দায়িত্ব পেতে পারেন। মহিলা মোর্চার সভানেত্রী পদে আসতে পারেন অগ্নিমিত্রা পাল, শশী অগ্নিহোত্রী এবং তনুজা চক্রবর্তীর মধ্যে যে কোন একজন।

2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ মনে করেই বিজেপির একের পর এক দলীয় পরিবর্তন আনতে চলেছে। 2019 এর লোকসভা ভোটে ভালো ফল করার পর কেন্দ্রীয় নেতৃত্বের নজর এখন বাংলায়। বাংলাকে দখল করতে কেন্দ্রীয় নেতৃত্ব বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপাতত সমগ্র রাজনৈতিক মহলের নজর থাকবে, 2021 এর বাংলায় প্রেস্টিজ ফাইটে বিজেপি তাঁদের হিন্দুত্ববাদ দিয়ে পশ্চিমবঙ্গের জমিকে অধিকার করতে পারে কিনা। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, আপাতত পদ্ম শিবির পশ্চিমবঙ্গে তাঁদের সংগঠন ঢেলে সাজাতে চলেছে এবং নতুন রূপে সংগঠন কিভাবে কাজ করছে, সে দিকে নজর রাখবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!