এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভার টিকিট পেতে গেলে কি করতে হবে জানানো হলো তৃণমূলের বৈঠকে

বিধানসভার টিকিট পেতে গেলে কি করতে হবে জানানো হলো তৃণমূলের বৈঠকে

নির্বাচনের দিন ঘোষণার পরেই এবার পুরভোটের দিন ঘোষণা নিয়ে জল্পনা শুরু হল। সূত্রের খবর, কলকাতা সহ 107 টি পুরসভায় নির্বাচন হতে চলেছে আগামী বছরে। বিধানসভা নির্বাচনের আগে এই পুরনির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক শিবিরগুলির কাছে। আর তাই তাঁরা পুরভোটের আসন দখল করার জন্য মরিয়া হয়ে থাকবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞগণ। অন্যদিকে, তৃণমূল প্রশান্ত কিশোরের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। আর সেই পদক্ষেপ গ্রহণের শুরুতেই গতকাল কালীঘাটের জয়হিন্দ ভবনে কলকাতার কাউন্সিলরদের নিয়ে তৃণমূল নেতৃত্ব বৈঠক করেন।

কাউন্সিলরদের বৈঠকে শনিবার ‘দিদিকে বল’ কর্মসূচি সফল করার কথা প্রবল ভাবে বলা হয়েছে। উপরন্তু কাউন্সিলরদের বলা হয়েছে ‘দিদিকে বল’ কর্মসূচি সফল করতে পারলেই হাতে-হাতে মিলবে বিধানসভা নির্বাচনে দাঁড়ানোর টিকিট। এদিন রুদ্ধদ্বার বৈঠক করে মেয়র ফিরহাদ হাকিম দলের কাউন্সিলরদের ‘দিদিকে বল’ কর্মসূচি সফল করার নির্দেশ দিয়েছেন চলতি মাসের মধ্যেই চারবার প্রচারাভিযান চালিয়ে।

গত লোকসভা নির্বাচনে তৃণমূল বিজয়ী হলেও ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলতে শুরু করেছে বিজেপি দল। লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল না হওয়ায় তৃণমূল ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের শরণাপন্ন হয়। এরপর প্রশান্ত কিশোরের পরিকল্পনামাফিক তৃণমূল সুপ্রীমো রাজ্যে ‘দিদিকে বল’ জনসংযোগ কর্মসূচি চালু করে। তবে বিরোধীদের দাবি, ‘দিদিকে বল’ কর্মসূচি রাজ্যে প্রথমদিকে সাড়া ফেললেও পরবর্তীকালে তা পিছিয়ে পড়ে। আর এই কারণেই কাউন্সিলরদের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে ‘দিদিকে বল’ কর্মসূচি শহর রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আগামী বছরের এপ্রিল-মে মাসে জুড়ে হতে চলেছে 107 নির্বাচনী কেন্দ্রে পুরো নির্বাচন। 2019 এর লোকসভা নির্বাচনের ফলে রাজ্যে বিজেপি দ্বিতীয় দল হিসাবে মাথা তুলে দাঁড়িয়েছে। অন্যদিকে, বামফ্রন্ট ও কংগ্রেস যথাক্রমে তৃতীয় ও চতুর্থ দলে পরিণত হয়েছে। অতএব সবারই পাখির চোখ এখন 2021 এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনে জেতার জন্য তার আগের নির্বাচনগুলিতে নিজেদের পরীক্ষার মুখে ফেলতে পিছপা হবে না কোনো রাজনৈতিক দলই।

সমগ্র বিষয় পর্যবেক্ষণ করে রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, তৃণমূল যেভাবে পরিকল্পনার সাথে এগিয়ে চলেছে প্রশান্ত কিশোরের কথা অনুযায়ী, তা থেকে বোঝা যাচ্ছে 2021 এর বিধানসভা নির্বাচনকে তাঁরা পাখির চোখ করেছে। তবে সামনে রাজ্যে কলকাতা কর্পোরেশন সহ বহু জায়গায় পুরভোট হতে চলেছে। আর এই পুরভোটকে নিশানা করে রাজ্যের যুযুধান রাজনৈতিক শিবিরগুলি ঘর গোছাতে ব্যস্ত। আপাতত সামনের পুরভোটের দিকে তাকিয়ে তামাম রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!