এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > ভোটের মুখে গুরুতর আহত মুখ্যমন্ত্রী, তড়িঘড়ি আনা হলো এসএসকেএমে!

ভোটের মুখে গুরুতর আহত মুখ্যমন্ত্রী, তড়িঘড়ি আনা হলো এসএসকেএমে!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- উত্তরবঙ্গে নির্বাচনী প্রচার করে কলকাতায় ফিরে আসার কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে হেলিকপ্টারে চড়ার পরেই শুরু হয় দুর্যোগ। যার ফলে বায়ুসেনার পক্ষ থেকে বুদ্ধিমত্তা নিয়ে সেই কপ্টার জরুরি ভিত্তিতে অবতরণ করা হয়। এদিকে সেই হেলিকপ্টার থেকে নামতে গিয়েই গুরুতর ভাবে আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তার পা এবং কোমরে অনেকটাই চোট লেগেছে।

সূত্রের খবর, দুর্যোগের কারণে হেলিকপ্টার জরুরি ভাবে অবতরনের পর কোমর এবং পায়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অবস্থায় সড়কপথেই গাড়ি করে বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হয় মুখ্যমন্ত্রীকে। আর সেখানেই বিমান করে কলকাতায় পৌছন তিনি। এদিকে মুখ্যমন্ত্রী কলকাতায় পৌঁছনোর সাথে সাথেই তাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। যেখানে মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়েই স্পষ্ট হয়েছে যে, গুরুতর আঘাত পেয়েছেন তিনি।‌

বলা বাহুল্য, এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনেও নন্দীগ্রামে প্রচার করতে গিয়ে পায়ে আঘাত পান মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে তাকে হুইলচেয়ারে প্রচার করতে দেখা যায়। আর এবার পঞ্চায়েত ভোটের মুখে ফের কোমর এবং পায়ে চোট পেলেন বাংলার প্রশাসনিক প্রধান। তবে হাসপাতালে এমআরআই রিপোর্টের পর এই আঘাত কতটা গুরুতর, তা স্পষ্ট হবে বলেই খবর। তবে দ্রুত মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় দলীয় কর্মী, সমর্থক থেকে শুরু করে অনুরাগীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!