এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “তৃনমূলের ভোট বাড়বে, বিজেপির ভোট কমবে” চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক! জেনে নিন!

 “তৃনমূলের ভোট বাড়বে, বিজেপির ভোট কমবে” চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে সমানভাবে টেক্কা দিচ্ছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। বিজেপির দাবি, সঠিকভাবে ভোট হলে অনেক আসনেই পরাজিত হবে রাজ্যের শাসক দল। আর এই পরিস্থিতিতে বিজেপির উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, এবারের ভোটে তৃণমূলের ভোট বাড়বে, আর বিজেপির ভোট কমবে।

প্রসঙ্গত, এদিন নদীয়া জেলা থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রচার শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন এই তৃণমূল নেতা। এদিন এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আপনারা মিলিয়ে নেবেন, যেদিন ব্যালট বক্স খুলবে, ভোটের ফলাফল ঘোষণা হবে, সেদিন আমার কথা মিলিয়ে নেবেন। আজকে আমি বলে যাচ্ছি, এবারের নির্বাচনে তৃণমূলের ভোট বাড়বে, আর বিজেপির ভোট কমবে। কারণ, কথা দিয়ে যদি কেউ কথা রাখে, তাহলে তার নাম তৃণমূল কংগ্রেস।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, বিজেপি নেতৃত্ব ভোট পাওয়ার যে প্রত্যাশা করছে, তা অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। এক্ষেত্রে ব্যালট বাক্স খোলার পর শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে দেখতে পাওয়া যাবে না বলে চ্যালেঞ্জ করতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!