এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > তালিবানদের লক্ষ্য এখন কাবুল বিমানবন্দর, চলছে গুলি-বোমার যুদ্ধ

তালিবানদের লক্ষ্য এখন কাবুল বিমানবন্দর, চলছে গুলি-বোমার যুদ্ধ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এতদিন একটু একটু করে এগোতে এগোতে প্রায় পুরো দেশ দখল করে ফেলেছে তালিবানরা। গতকাল আফগানিস্তানের রাজধানী কাবুলে যাওয়ার পর তালিবানি শক্তি আরো জোরদার হয়েছে। আফগানিস্তানের প্রেসিডেন্ট ইতিমধ্যেই কাবুল ছেড়ে পালিয়েছেন। এই অবস্থায় তালিবানদের লক্ষ্য এখন কাবুল বিমানবন্দর। কার্যত বিমানবন্দর যদি তালিবান শক্তি দখল করে নিতে পারে, তাহলে সেই দেশ থেকে ঢোকা এবং বেরোনো যে বড় সমস্যার মুখে পড়বে সে কথা এক বাক্যে মেনে নিচ্ছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে কাবুল বিমানবন্দরে গুলিবর্ষণ নিয়ে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে বসবাসকারী আমেরিকান নাগরিকদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই তাঁরা কাবুল বিমানবন্দরে দিকে না যান। পাশাপাশি যাতে প্রত্যেকে বাড়িতেই থাকেন এবং কাউকে যাতে ফোন না করেন সে ব্যাপারেও কড়া নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে আমেরিকার পক্ষ থেকে এবার তালিবানিদের উদ্দেশ্যে দেওয়া হলো কড়া বার্তা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এদিন স্পষ্টভাবে জানানো হয়েছে, আফগানিস্তানে বসবাসকারী একজন মার্কিন নাগরিকের গায়ে যদি একটাও আঁচড় লাগে, তাহলে এবার আসরে নামবে আমেরিকা। কার্যত তালিবানিদের উদ্দেশ্যে আমেরিকা তাঁদের দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার বার্তা দিল বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই আফগানিস্তানের নারী, শিশু ও মানবাধিকার কর্মীদের নিয়ে প্রবল উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি টুইটারে জানিয়েছেন, যেভাবে আফগানিস্তান দখল করে নিল তালিবানরা তা অত্যন্ত দুঃখজনক।

বর্তমানে আফগানিস্তানে বসবাসকারী সেখানকার মহিলা, সংখ্যালঘু এবং মানবাধিকার কর্মীদের নিয়ে মালালা ইউসুফজাই ব্যাপক উদ্বিগ্নতা স্পষ্ট করেছেন এবং তিনি বিশ্বের সমস্ত শক্তির কাছে আফগানিস্তানে শান্তি স্থাপনের আবেদন করেছেন। অন্যদিকে আফগানিস্তানে বসবাসকারী প্রবাসীরা ইতিমধ্যেই দেশ ছাড়ার জন্য উঠে পড়ে লেগেছেন। কার্যত কাবুল বিমানবন্দরে দেখা যাচ্ছে জনসমুদ্র। এই অবস্থায় তালিবানদের গুলিবর্ষণ বহু বহু মানুষের প্রাণ যে নেবে, তা নিয়ে কোন সন্দেহ নেই। ইতিমধ্যেই বিশ্বজুড়ে চিন্তিত হয়ে পড়েছেন সবাই, তালিবানিদের দেশ দখল ঘিরে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!