এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলকে আটকাতে রাজ্যে শুরু হয়ে গেল বিজেপি-বামফ্রন্ট জোট

তৃণমূলকে আটকাতে রাজ্যে শুরু হয়ে গেল বিজেপি-বামফ্রন্ট জোট

রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে আটকাতে দীর্ঘদিনের বৈরিতা ভুলে কংগ্রেস ও বামফ্রন্টের জোট গত বিধানসভা নির্বাচনেই দেখেছিলেন রাজ্যবাসী। আর এবার শাসকদলকে আটকাতে নীচুতলায় জোট করল বামফ্রন্ট ও বিজেপি। নীতিগত অনৈক্য থাকলেও পঞ্চায়েত ভোটের আগে নতুন সমীকরণ রাজ্য-রাজনীতিতে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে কাকরা দক্ষিণ সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে সিপিএম বিজেপি জোটের জয় । ১২টি আসনের মধ্যে সিপিএম-বিজেপি জোট ১০টি আসন ও তৃণমূল ২টি আসন পায় । সরকার বিরোধী জোটের জয়ে উচ্ছ্বসিত ভগবানপুরের সিপিএম ও বিজেপির স্থানীয় নেতৃত্ব ।
প্রসঙ্গত, এই কাকরা গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি সবই তৃণমূলের দখলে । সেখানে সিপিএম বিজেপি জোটের এই জয় খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!