এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার কি বদলে যেতে চলেছে শিয়ালদহ স্টেশনের নাম?

এবার কি বদলে যেতে চলেছে শিয়ালদহ স্টেশনের নাম?


কিছুদিন আগেই মোগলসরাই রেলওয়ে স্টেশনের নাম বদল ঘিরে উত্তপ্ত হয়েছিল জাতীয় রাজনীতি। আর এবার দাবী উঠল রাজ্যের তথা দেশের অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদহের নাম পরিবর্তনের। যা নিয়ে আবার একপ্রস্থ রাজনৈতিক তরজা সামনে আসতে চলেছে বলে বিশেষজ্ঞমহলের ধারণা। এদিন হিন্দু সংহতি নেতা তপন ঘোষ দাবী জানান এই নাম পরিবর্তনের জন্য।
এক ভিডিও বার্তায় তপনবাবুর বক্তব্য, শ্যামাপ্রসাদের থেকে বড় মাপের মানবাধিকার আন্দোলনের নেতা গোটা বিশ্বে নেই। অথচ এ দেশে তাঁকে এখনও স্বীকৃতিই দেয়নি। জাতির প্রতি আমার আহ্বান। ভারত সরকার এর কাছে আমার দাবি। কলকাতার শিয়ালদহ স্টেশন এর নাম ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় টার্মিনাস’ করা হোক। আসন্ন আন্তর্জাতিক মানবাধিকার দিবস ১০ ই ডিসেম্বর এই ঘোষণা করা হোক। এখন দেখার তপন ঘোষের দাবী মেনে এই নাম পরিবর্তন হয় নাকি নতুন এক রাজনৈতিক লড়াই শুরু হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!