এখন পড়ছেন
হোম > রাজ্য > শাসক দলকেআক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

শাসক দলকেআক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

শাসক দলকে নিশানা করে একেরপর এক তোপ দাগছে বিজেপি। এবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের চণ্ডিতলা মাঠে জন জাগরণ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাহাড়ের পরিস্থিতিকে সামনে রেখে তিনি বলেন,”ভোটের আগে দার্জিলিংকে সুইজারল্যান্ড করবেন বলে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।কিন্তু সেটা তাঁর রাজত্বে আফগানিস্তানে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে,মুখ্যমন্ত্রী তো দূরের কথা কোনও মন্ত্রীও পাহাড়ে উঠতে সাহস পাচ্ছেন না।” দিলীপ বাবু ছাড়াও এদিনের অনুষ্ঠানে বিজেপির রাজ্য নেতা জয় বন্দ্যোপাধ্যায়,সংগঠনের জেলা সভাপতি নির্মল দাম সহ বিজেপির নেতারা উপস্থিত ছিলেন।
বিজেপির মুকুল রায় সহ দিলীপ ঘোষ জেলায় জেলায় প্রচার মঞ্চ থেকে একাধিক অভিযোগ এসেছে শাসক দলের বিরুদ্ধে।এদিন দিলীপ বাবু বলেন,”রাজ্যে গণতন্ত্র বিপন্ন!রাজ্যের মানুষ ভোট দিতে পারছেন না । রায়গঞ্জে পুরসভা ভোটের নামে কি হয়েছে,তা সবাই দেখছে।রাতে গুলি দিনে বোমা পড়েছে। আমাদের দলীয় কর্মীদের বাড়ি আক্রান্ত হয়েছে।” এদিন সভায় উপস্থিত বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন,”রায়গঞ্জে পুরসভা ভোটে যা হয়েছে তা কল্পনাতীত!মানুষকে তাঁদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।ভোট লুঠ হয়েছে।পুরসভা ভোটে দেদার গুলি,বোমা চলেছে।আমাদের কর্মীদের মেরে হাড় ভেঙে দেওয়া হয়েছে।”তিনি আরও বলেন,”আমরা যেদিন মারতে শুরু করব সেদিন হাড় গুড়ো হয়ে যাবে ।” এই ভাষাতেই আক্রমণ করেন বিজেপি নেতৃত্ব। দার্জিলিং ইস্যুকেই ভোটে প্রধান অস্ত্র হিসাবে কাজে লাগাতে চাইছে বিজেপি এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!