উলুবেড়িয়া ও নোয়াপাড়ায় ভোট একইদিনে পড়ায় সমস্যায় বিজেপি রাজ্য January 4, 2018 আগামী ২৯জানুয়ারি নোয়াপাড়া বিধানসভা এবং উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে ভোট একসঙ্গে। একইদিনে দুই কেন্দ্রে ভোট পড়ায় খানিকটা বিভ্রান্ত গেরুয়া শিবির এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ।সংখ্যালঘু অধ্যুষিত উলুবেড়িয়া কেন্দ্র কে বেশি গুরুত্ব দিয়ে প্রচারে নেমেছিল বিজেপি। নতুন বছর পড়তেই পরিকল্পনা ছিল একাধিক কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানানো হবে উলুবেড়িয়া সভায়। সভার আয়োজন শুরু করেছিল রাজ্য বিজেপি। কিন্তু একইদিনে নোয়াপাড়া কেন্দ্রে ভোট ঘোষিত হওয়ায় খানিকটা চাপে তাঁরা।উলুবেড়িয়া কেন্দ্রে প্রচার হলেও তেমন ভাবে প্রচার হয়নি নোয়াপাড়ায়। ফলে নতুন করে সভার পরিকল্পনা তৈরি করতে হবে। সূত্রের দাবি ,দলের কাছে খবর ছিল ফেব্রুয়ারির গোড়ায় কেবল উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচন হবে।সেই মতো উলুবেড়িয়া কেন্দ্রের উপর বাড়তি গুরত্ব আরোপ করেছিল দল।কিন্তু এর মধ্যে এক সঙ্গে নোয়াপাড়া উপনির্বাচন পড়ে যাওয়ায় গোটা পরিকল্পনাকে ঢেলে সাজানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি । আপনার মতামত জানান -