এখন পড়ছেন
হোম > জাতীয় > অমিত শাহের সভার আগেই রাজ্য বিজেপিতে বড় দায়িত্বে মোদী ঘনিষ্ঠ তরুন নেতা

অমিত শাহের সভার আগেই রাজ্য বিজেপিতে বড় দায়িত্বে মোদী ঘনিষ্ঠ তরুন নেতা


ফের বঙ্গ সফরে আসতে চলেছেন সর্বভারতীয় বিজেপি সভাপতি অমিত শাহ। শাহের এ রাজ্যে পদার্পণ করার আগেই যুব মোর্চার অস্থায়ী পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করা হল কিশোর বর্মনকে। বিজেপির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক (সংগঠন) শিবপ্রকাশ তাঁকে যুব মোর্চা দেখভালের দায়িত্ব দিলেন। এখন প্রশ্ন উঠছে বর্তমান রাজ্য বিজেপির যুব মোর্চার দায়িত্বে থাকা রাজু বন্দ্যোপাধ্যায় ( রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক)- থাকা সত্ত্বেও কেন কেন্দ্রীয় নেতা শিবপ্রকায় কিশোর বর্মনকে অমিত শাহের সভার দায়িত্ব দিলেন? এ প্রশ্নকে ঘিরে জোর চর্চা চলছে দলীয় অন্দরেই।

দিন কয়েকআগেই মোদীজির মেদিনীপুরের সভায় অস্থায়ী সামিয়ানা ভেঙে পড়ে শ-খানেক মানুষ গুরুতর আহত হয়েছিলেন। আর এই দুর্ঘটনার সিংহভাগ দায় গিয়ে পড়েছে রাজু বন্দ্যোপাধ্যায়ের উপর। কারণ সভা আয়োজনের গুরু দায়িত্বে ছিলেন তিনি। এটাকেই হাতিয়ার করে বিরোধীরা রাজু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচারও শুরু করেছিলেন। যদিও সেইসময় কোলকাতায় একটি গোপন বৈঠক করে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বদের সামনে দুর্ঘটনার সমস্ত দায় নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তবুও বিরোধীদের মুখ বন্ধ করা যায় না। দমেনি বিতর্কও। তাই এই বিতর্ককে গোড়ায় জল দিতে এবারের বিজেপির জনসভার জন্য রাজু বন্দ্যোপাধ্যায়কে এড়িয়ে কিশোর বর্মনকে যুব মোর্চার অস্থায়ী দায়িত্বে আনা হল বলই মনে করছেন,রাজনৈতিক বিশেষজ্ঞের একাংশ। যদিও এ বিষয়ে পদ্মশিবির কর্তৃপক্ষের তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, নতুন দায়িত্ব পাওয়ার পর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) এই সদ্য প্রাক্তন সাধারণ সম্পাদক (সংগঠন) কাজও শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। অমিত শাহের সভা আয়োজক সংস্থা এবং বিজোপির নেতা-কর্মীদের সঙ্গে সভা বিষয়ক এক দফার আলোচনাও সারা হয়ে গেছে তাঁর। আপাতত মধ্যপ্রদেশে আছেন তিনি দলীয় সাংগঠনিক বৈঠক করার জন্য। আজ ফিরেই ১১ আগষ্ট- এর প্রস্তুতিতে কোমর বেঁধে নামবেন। এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রের খবরে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

উল্লেখ্য, ২১ জুলাই এর পাল্টা দিতেই ফের ১১ আগষ্ট কোলকাতার মেয়ো রোজে জনসভার আয়োজন করল বিজেপি,এমনটাই মনে করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রীর সভায় আকষ্মিক দুর্ঘটনার পর অমিত শাহের সভার মঞ্চ তৈরি করতে বাড়তি সতর্ক রাজ্য বিজেপি। মূল আয়োজকের ভূমিকায় যুব মোর্চা থাকলেও বিষয়টি সামনে থেকে তদারক করছে খোদ রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। প্রস্তুতিতে এবার কোনো খামতি রাখতে চায় না পদ্মবাহিনীর কর্তৃপক্ষরা। চায় না বিরোধীদের ফের কোনো একটা ইস্যু পেয়ে যাক্ বিজেপিকে আক্রমণ করার। এরকম পরিস্থিতিতে নতুন দায়িত্বে আসা কিশোর বর্মন নিজের কাজ কতোটা ঠিকঠাক ভাবে সম্পন্ন করতে পারেন সেটাই দেখার!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!