এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > মুখ্যমন্ত্রীর হাত ধরে আমেরিকার ধাঁচে কোলকাতার বুকেই অত্যাধুনিক আইটি হাব

মুখ্যমন্ত্রীর হাত ধরে আমেরিকার ধাঁচে কোলকাতার বুকেই অত্যাধুনিক আইটি হাব

আমেরিকার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির আদলে কোলকাতার বুকে তৈরি করা হবে বেঙ্গল সিলিকন ভ্যালি, এমনটাই বিধানসভায় দাঁড়িয়ে গত ফেব্রুয়ারী মাসে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমন কথা তেমন কাজ নেত্রীর! ঘোষণার ৬ মাস পেরোতে না পেরোতেই নিউটাউনে ওই হাব তৈরির জন্য ১০০ একর জমিও চিহ্নিত করা হয়ে গেছে। প্রতিষ্ঠিত তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস কগনিজেন্ট জমির জন্য আবেদনও করে ফেলেছে। টিসিএসকে ২০ একর এবং কগনিজেন্টকে ১২ একর জমি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্ন কর্তাদের তরফ থেকে। পাশাপাশি আইএসআইকেও ৪ একর জমি দেওয়া হবে বলেই জানা গেছে প্রশাসনের সূত্র থেকে। আগামী সোমবার (১৩ আগষ্ট) নিউটাউনের ওই জমিতে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের শিল্যান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

জানা গিয়েছে,দূষণমুক্ত পরিবেশবান্ধব ক্যাম্পাস তৈরি হবে সিলিকন ভ্যালির হাবটিতে। থাকবে অত্যাধুনিক গ্রিন বিল্ডিং, অপটিক্যাল ফাইবার,ওয়েব সার্ভার রুম। তথ্যপ্রযুক্তির সহায়ক পরিবেশও প্রস্তুত করা হবে। তথ্য প্রযুক্তির ক্ষেত্রে থাকবে গবেষণার সুব্যবস্থাও। কোলকাতা বিমানবন্দর থেকে মাত্র মিনিট ১০ এর দূরত্বে ইকো পার্কের পাশেই নিউটাইনের মেইন করিডর সংলগ্ন স্থলেই তৈরি হতে চলেছে এই অত্যাধুনিক হাবটি। এটি তৈরি হয়ে গেলেই বদল আসবে নিউটাউনেট চেহারার। আগামী কয়েকমাসের মধ্যেই আইটি’ র ক্ষেত্রে প্রধান যায়গা করে নেবে এই সিলিকন ভ্যালি। এমনটাই আশা করা হচ্ছে।

এর আগে এখানে একটি বেসরকারি সংস্থার আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার তৈরি হওয়ার কথা ছিল। সেই উদ্দেশ্যে বেসরকারি সংস্থাটি জমি নিয়ে ফেলে রেখেছিল,কোনো নির্মান কাজ শুরু না করেই। তাই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন বেসরকারি সংস্থার থেকে ওই জমি ফিরিয়ে নিয়ে অন্য কাজে লাগানো হবে। তারপর পরিকল্পনা করা হয় সিকিকন ভ্যালি হাব তৈরি করার। অত্যাধুনিক পরিকাঠামোকে অবলম্বম করে এই হাব একবার তৈরি হয়ে গেলে বহু ছেলে মেয়ের কর্মসংস্থান হবে বলেই জানিয়েছেন সরকারি এক অফিসার।

উল্লেখ্য,মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই বঙ্গে ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করেন,যেখান থেকে বিভিন্ন শিল্প সংস্থাকে জমি দেওয়ার পরিকল্পনা করা হয়। সেই প্ল্যান মাফিক শিল্প তালুকও তৈরি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় চান,বিভিন্ন সংস্থা রাজ্যে শিল্পস্থাপনে উদ্যোগী হোক। রাজ্য তাদেরকো সবরকম সাহায্য করবে। ইতিমধ্যে রিলায়েন্স নাকি ডাটা বেস সেন্টার তৈরির জন্য জমি চেয়েছে এ রাজ্যের কাছ থেকে। প্রস্তাবটি নিয়ে সরকার বিবেচনা করে দেখবে বলেই জানা গেছে নবান্ন সূত্র থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!