এখন পড়ছেন
হোম > রাজ্য > দল দুর্বল তাই জোট চান পরিষ্কার করলেন সূর্যকান্ত মিশ্র

দল দুর্বল তাই জোট চান পরিষ্কার করলেন সূর্যকান্ত মিশ্র

“যেখানে বামফ্রন্টের ক্ষমতা নেই,সেখানে পঞ্চায়েত ভোটে নির্দল সহ ধর্মনিরপেক্ষ আঞ্চলিক দলকে সমর্থন করে হবে।” এদিন সিপিএমের মুর্শিদাবাদ জেলা কমিটির ২২তম জেলা সম্মেলন উপলক্ষে প্রকাশ্য সভায় উপস্থিত থেকে একথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।এই বক্তব্যের পরেই চিরপ্রতিদ্বন্দ্বী শাসকদল কটাক্ষ করে বলছে,সিপিএমের রাজ্য সম্পাদক নিজেই স্বীকার করলেন ,যে এবার তাঁদের শিবিরে ভাঙ্গন ধরেছে।
প্রসঙ্গত,এদিন সিপিএমের রাজ্য সম্পাদক নির্দল প্রার্থীদের সাথে জোটের কথা বললেও কংগ্রেসের সাথে জোট নিয়ে একটি শব্দও খরচ করেননি।
তিনি বলেন,দশ বছর হয়ে গিয়েছে,২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃনমূলের উত্থান শুরু হয়।এবার পঞ্চায়েত ভোটে তৃনমূলের বিরুদ্ধে লড়াই করবে বামফ্রন্ট।যেখানে বামফ্রন্টের তাকত কম আছে বা যথেষ্ট তাকত নেই,সেখানে নির্দল প্রার্থীকে সমর্থন করা হবে।এজন্য তাঁর মাথা গুনে নিতে হবে।ভোটে জেতার পর সে যাতে ভয়ের কাছে আত্মসমর্পণ না করে কিংবা টাকার কাছে মাথা বিক্রি করে না দেয়।”তবে,কংগ্রেসের সঙ্গে জোট করার ব্যাপারে তিনি খোলসা করে কিছুই বলেননি।রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা,তৃনমূলের বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেসের সঙ্গে তলে তলে জোট করার ইঙ্গিত দিলেন সূর্যকান্তবাবু।
উল্লেখ্য,বিগত বিধানসভা ভোটে কংগ্রেসের সঙ্গে জোট করেও বামফ্রন্ট বা কংগ্রেস কেউই তেমন আশাপ্রদ ফল পাইনি।এরপরেও কি জোটে সম্মতি দেবে দুই দলের নেতারা তা দেখার। তবে এদিন সমাবেশের শেষে সাংবাদিকরা প্রশ্ন করলে সিপিএমের রাজ্য সম্পাদক বলেন,এখানে জোটের কোনও ব্যাপার নেই।রাজ্যে ৭৭হাজারেরও বেশি বুথ রয়েছে।যেসব বুথে আমরা শক্তিশালী সেসব বুথে সর্বশক্তি দিয়ে লড়াই করব।আর যেখানে আমাদের শক্তি নেই,সেখানে বামফ্রন্টের অন্য শরিকদের সমর্থন করব।এর বাইরে তৃনমূল ও বিজেপিকে রুখতে নির্দল,আঞ্চলিক দল,সংগঠন সহ ধর্মনিরপেক্ষ দলকে সমর্থন করব।”এখন আসন্ন বিধানসভা ভোটে বামফ্রন্টকে জোট করতে দেখা যাবে কিনা তা দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!