এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অভিজিৎকে নিয়ে রাহুলের বেফাঁস মন্তব্যের পাল্টা দিলেন মমতা

অভিজিৎকে নিয়ে রাহুলের বেফাঁস মন্তব্যের পাল্টা দিলেন মমতা


তৃণমূল বনাম বিজেপির দ্বৈরথ যেন কমছে না কিছুতেই। বিভিন্ন ইস্যুতে প্রতিদিন নিত্য নতুন ভাবে দুই দলের মধ্যে দূরত্ব বাড়তে শুরু করেছে। ক্ষমতায় আসার পর থেকেই বাংলার সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতি নিয়ে গর্ববোধ করতে দেখা যায় তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

পাল্টা “বাংলায় গণতন্ত্র নেই” বলে বিরোধীদের পক্ষ থেকে সেই “কৃষ্টি-সংস্কৃতি ভূলুণ্ঠিত” বলে দাবি করে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তবে সম্প্রতি বঙ্গসন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল জয়লাভের ঘটনায় আনন্দিত হয়েছেন গোটা বঙ্গবাসী। কিন্তু নোবেল জয়ী এই বাঙালিকে নিয়েও রাজনীতি থামছে না।

সম্প্রতি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী নোবেল পেলেও সেই অভিজিতবাবুকে কেন্দ্র করে কটাক্ষ করতে দেখা যায় বিজেপি নেতাদের। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “অর্ধেক বাঙালি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা বলেন, “বিদেশিনী বিয়ে করলে নোবেল পাওয়া যায়।” যে ঘটনায় বিজেপি নেতাদের এহেন মন্তব্য নিয়ে রাজ্যজুড়ে শোরগোল পড়তে শুরু করে। একজন নোবেলজয়ী বাঙালির উদ্দেশ্যে কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন বিজেপি নেতারা, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সমাজকর্মীদের একাংশ। তবুও নিজেদের মন্তব্য থেকে সরে আসেননি তারা।

আর এবার এতদিন বিজেপি নেতাদের নোবেলজয়ী বাঙালিকে কটাক্ষের জবাব তিনি না দিলেও অবশেষে উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেই রাহুল সিনহা, দিলীপ ঘোষদের নাম না করে গোটা গেরুয়া বাহিনীকে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন শিলিগুড়ির জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “অভিজিৎ নোবেল পেল, বউটা পেল। এবার বাংলার ঘরে ডবল ডবল নোবেল এসেছে। বাংলা এখন নোবেলভূমি।”

বিশ্লেষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বক্তব্যের মধ্যে দিয়ে একদিকে যেমন বিজেপিকে কটাক্ষ করেছেন, ঠিক তেমনই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বউ বিদেশিনী হলেও তিনি যে বাংলার ঘরের মেয়ে, তাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরে রাহুল সিনহার নাম না করে খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মত বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!