‘ফিনিক্স’ পাখির মত শূন্য থেকে শুরু করতে চলেছে বামফ্রন্ট জাতীয় রাজ্য March 7, 2018 শুধু রাজ্যেই নয় দেশেও বড় সংকটে রয়েছে সিপিআইএম। এ রাজ্যে আগেই ক্ষমতা হারিয়েছে সিপিআইএম তৃণমূল এর কাছে। আর ত্রিপুরাতে ও সদ্য বিজেপি সিপিআইএমকে হারিয়েছে। ত্রিপুরায় পরাজয়ের পর সমগ্র ভারতবর্ষে বাম শাসন একমাত্র অবশিষ্ট হয়েছে কেরলে।যদিও সেদিকে নজর দিয়ে রাখতে শুরু করেছে বিজেপি।তবুও দলের এই অস্তিত্ব সংকটের মুহূর্তেও কেবলমাত্র কেরলের বুকে জেগে থাকা সিপিএমের উপর ভরসা করেই বাংলাকে নতুন করে সাজাতে শুরু করেছে সিপিএম। জানা গেছে প্লেনামে সিদ্ধান্ত নেয়া হয়েছে ৭৫ এর উর্ধ কোনো সদস্যকে রাজ্য কমিটিতে রাখা হবে না। আর এই তালিকায় নথিভুক্ত হল বুদ্ধদেব ভট্টাচার্য ও বিমান বসু সহ গৌতম দেব, দীপক সরকার, দীপক দাশগুপ্ত, শ্যামল চক্রবর্তী, মদন ঘোষ প্রমুখ। জানা গেছে নতুন প্রজন্মকে দিয়ে শূন্য থেকে শুরু করতে চলেছে সিপিএম। তবে বুদ্ধদেব বাবু-বিমান বসুর জায়গায় নতুন প্রজন্ম সিপিআইএম পাবে কিনা কিনা এবিষয়ে যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল। আপনার মতামত জানান -