এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজ্যে ভুয়ো রেশন কার্ডের হদিশ, পর্দাফাঁস করলেন সুকান্ত!

রাজ্যে ভুয়ো রেশন কার্ডের হদিশ, পর্দাফাঁস করলেন সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক দেশ এক রেশন কার্ড নিয়ম লাগু করা হয়েছে। আর এই পরিস্থিতিতে বাংলায় একাধিক ক্ষেত্রে ভুয়ো রেশন কার্ডের হদিশ পাওয়া যাচ্ছে। আর এই পরিস্থিতিতে রেশন কার্ডের দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

সূত্রের খবর, এদিন একটি সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্য সভাপতি। আর সেখানেই তাকে এই ভুয়ো রেশন কার্ড নিয়ে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “প্রধানমন্ত্রী এক দেশ এক রেশন কার্ড চালু করেছে। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখেছি, কয়েক লক্ষ কার্ড ধরা পড়েছে। আধার লিঙ্ক করতে দেখা গেল, এই লোকগুলো নেই। যে লোকগুলো নেই, তাদের নামে রেশন বছরের পর বছর এসেছে। সেই রেশন কার কাছে পৌঁছে গেছে, তার কোনো হিসেব নেই।”

বিশেষজ্ঞদের মতে, সুকান্ত মজুমদার এই কথা বলে রেশন কার্ড নিয়ে যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই বিষয়টি বোঝাতে চাইলেন। যার ফলে রাজ্য অনেকটাই চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!