এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দাদার অনুগামীর পর এবার ‘স্যারের অনুগামী’, দলবদল করছেন প্রবীণ বিধায়ক! জল্পনা তুঙ্গে

দাদার অনুগামীর পর এবার ‘স্যারের অনুগামী’, দলবদল করছেন প্রবীণ বিধায়ক! জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুভেন্দু অধিকারীর সঙ্গে যখন তৃণমূলের দূরত্ব বাড়তে শুরু করেছিল, তখন বিভিন্ন জায়গায় তার অনুগামীরা “দাদার অনুগামী” লিখে সেখানে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে ফ্লেক্স টাঙাতে শুরু করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ছোট নেতা থেকে শুরু করে বড় নেতা প্রায় প্রত্যেকেই নিজের নামে কোনো ফ্লেক্স বা ছবি টাঙালে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অবশ্যই থাকে। কিন্তু শুভেন্দু অধিকারীর অনুগামীরা শুধুমাত্র তার ছবি দিয়ে “দাদার অনুগামী” পোস্টার দেওয়ার পর থেকেই জল্পনা আরও বৃদ্ধি পেতে শুরু করে।

এক প্রকার সকলেই নিশ্চিত হতে শুরু করেছিলেন, এবার শুভেন্দু অধিকারী দলবদল করবেন। আর তাতেই সীলমোহর দিয়ে কিছুদিন আগে তিনি যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে। এদিকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর থেকেই তৃণমূলের অনেক হেভিওয়েট গেরুয়া শিবিরে নাম লেখাবেন বলে মনে করছে রাজনৈতিক মহল। এককালে নন্দীগ্রাম রাজ্যের পরিবর্তনের আঁতুড়ঘর ছিল।

আর এবার সেই নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করায় শাসকদলের অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করেছে। আর নন্দীগ্রামের পাশাপাশি এবার সিঙ্গুরেও কি তৃণমূলের অস্বস্তি বাড়তে শুরু করল! সূত্রের খবর, দাদার অনুগামীরা এবার সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি দিয়ে “আমরা স্যারের অনুগামী” পোস্টার পড়তে দেখা গেল। যার ফলে জল্পনা আবার উস্কে উঠতে শুরু করেছে।

সূত্রের খবর, এদিন সিঙ্গুরের আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের সামনে এবং আনন্দনগর পার্টি অফিসের বড় রাস্তার ধারে একাধিক ব্যানার পড়তে দেখা গেছে। যেখানে তৃণমূল কংগ্রেসের কোনো নাম নিশান না থাকলেও সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের ছবি দিয়ে “আমরা স্যারের অনুগামী” বলে পোস্টার পড়েছে। যার ফলে শুভেন্দু অধিকারীর পথেই এবার রবীন্দ্রনাথবাবু হাঁটবেন বলে দাবি করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, হরিপালের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার সঙ্গে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের বিবাদ নতুন কিছু নয়। সম্প্রতি ব্লক সভাপতি নিয়োগকে কেন্দ্র করে সেই বিবাদ চরম আকার ধারণ করেছিল। আর এবার সেই রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামীরা যেভাবে “স্যারের অনুগামী” বলে তার পোস্টার লাগাতে শুরু করলেন, তাতে তৃণমূলের সঙ্গে এবার কি মধুরেণ সমাপয়েৎ হতে চলেছে এই প্রবীণ বিধায়কের, এখন তা নিয়েই জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে।

একাংশ বলতে শুরু করেছেন, নন্দীগ্রাম এবং সিঙ্গুর তৃণমূলের ক্ষমতা দখলের পথকে অনেকটাই প্রশস্ত করে দিয়েছিল। ইতিমধ্যেই সেই নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম নায়ক শুভেন্দু অধিকারী যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টি। আর একইভাবে যদি সিঙ্গুরের বিধায়ক তৃণমূল কংগ্রেস ত্যাগ করেন, তাহলে শাসক দলের চাপের শেষ থাকবে না। কেননা দলের পুরোনো হেভিওয়েট নেতা এবং জনপ্রতিনিধিরা যদি এইভাবে দলবদল করতে শুরু করেন, তাহলে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে লড়াই দিতে কতটা সক্ষম হবে ঘাসফুল শিবির, তা নিঃসন্দেহে চিন্তার বিষয় তৃণমূল নেতাদের কাছে।

আর এই পরিস্থিতিতে এবার রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অনুগামীদের এই ধরনের পোস্টার তার রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে অস্বস্তিকে ক্রমশ বাড়িয়ে দিল বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। তবে শুধুমাত্র পোস্টার দিয়েই ক্ষান্ত থাকেন রবীন্দ্রনাথবাবুর অনুগামীরা, নাকি এবার এই পোস্টারের মতই জল্পনাকে বাড়িয়ে বিজেপি ঘনিষ্ঠতার কোনো ইঙ্গিত পাওয়া যায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!