এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হবে তৃণমূল” পঞ্চায়েত নিয়ে শাসকের বিড়ম্বনা বাড়ালেন দিলীপ!

“গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত হবে তৃণমূল” পঞ্চায়েত নিয়ে শাসকের বিড়ম্বনা বাড়ালেন দিলীপ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শুরু হতেই বিরোধীদের ওপর আক্রমণ নেমে আসছে বলে অভিযোগ। এক্ষেত্রে প্রতিটি অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। কিন্তু শুধু বিরোধীদের উপর আক্রমণ নয়, তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই ভয়াবহ আকার ধারণ করেছে বলেও অভিযোগ উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে সেই বিষয় নিয়েই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, দিকে দিকে কে টিকিট পাবে, তা নিয়ে তৃণমূলের মধ্যেই মারামারি শুরু হয়েছে। আগামী দিনে এই ঘটনা আরও ভয়াবহ আকার ধারণ করবে।

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “এখন তো তৃণমূলের সঙ্গে তৃণমূলের লড়াই শুরু হয়ে গিয়েছে। কে টিকিট পাবে, তা নিয়ে এক গোষ্ঠীর সঙ্গে আর এক গোষ্ঠীর লড়াই এবং এটা আগামী দিনে আরও ভয়াবহ আকার ধারণ করবে।”

তবে দিলীপ ঘোষ তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে পঞ্চায়েতের আগে বোমা ফাটালেও, তাকে গুরুত্ব দিতে নারাজ শাসক শিবিরের ঘনিষ্ঠ মহল। তাদের দাবি, দিলীপ ঘোষ নিজের দলেই জায়গা পাচ্ছেন না। তাকে গুরুত্ব দিচ্ছে না শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের গোষ্ঠীরা। তাই যিনি নিজের দলে গোষ্ঠী কোন্দলে জর্জরিত হয়ে কার্যত কোণঠাসা হয়ে গিয়েছেন, তার মুখ থেকে এই ধরনের কথা মানায় না। তিনি আগে নিজের দলে গ্রহণযোগ্যতা পাওয়ার চেষ্টা করুন, তারপরে তৃণমূলের উদ্দেশ্যে মন্তব্য করবেন বলেই কটাক্ষ ঘাসফুল শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!