এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েত নিয়ে আদালতে যেতেই বিজেপিকে কটাক্ষ, বোমা ফাটালেন অভিষেক!

পঞ্চায়েত নিয়ে আদালতে যেতেই বিজেপিকে কটাক্ষ, বোমা ফাটালেন অভিষেক!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজার সাথে সাথেই বিরোধী দলগুলো আদালতের দ্বারস্থ হয়েছে। যেখানে কেন্দ্রীয় বাহিনীর দাবি সহ মনোনয়নপত্র জমা দেওয়ার অল্প সময় নিয়ে প্রশ্ন তুলেছে তারা। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়টি যখন আদালতে বিচারাধীন, ঠিক তখনই এই বিষয় নিয়ে বিজেপিকে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, তৃণমূল যখন মানুষের দরবারে রয়েছে, তখন বিজেপি হাইকোর্টের করিডরে রয়েছে।

প্রসঙ্গত, এদিন এই বিষয় নিয়ে প্রকাশ্য সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আগামী 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন। কিন্তু তৃণমূল যখন মানুষের দরবারে রয়েছে, তখন বিজেপি হাইকোর্টের করিডোরে রয়েছে। এরা চাইছে, কি করে পঞ্চায়েত নির্বাচনকে আটকে দেওয়া যায়!”

অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিতে চাইলেন, নির্বাচনের সম্মুখীন হতে ভয় পাচ্ছে বিরোধীরা। তাই তারা আদালতে গিয়ে সেই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। তবে তৃণমূল নেতা এই অভিযোগ করলেও, তাকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী শিবির। তাদের দাবি, পঞ্চায়েত নির্বাচনকে সুষ্ঠ এবং শান্তিপূর্ণ করতেই তারা আদালতের দ্বারস্থ হয়েছেন। তৃণমূল যাতে একতরফা নির্বাচন করে গণতন্ত্রকে প্রহসনে পরিণত করতে না পারে, তার জন্যই বিজেপির এই পদক্ষেপ বলেই দাবি পদ্ম শিবিরের ঘনিষ্ট মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!