এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “রাস্তা, বিদ্যুৎ, জল সবটাই মমতার তৈরি” শান্তনুকে কটাক্ষ করে আক্রমণ অভিষেকের!

“রাস্তা, বিদ্যুৎ, জল সবটাই মমতার তৈরি” শান্তনুকে কটাক্ষ করে আক্রমণ অভিষেকের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- তৃণমূলে নবজোয়ার কর্মসূচি করতে এসে ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাওয়ার পথে বাধা পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে শান্তনু ঠাকুরের নেতৃত্বে বিজেপির একাংশ ঠাকুর বাড়ির গেটে তালা দিয়ে তাকে বাধা দিয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতার। আর এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা বলে সেই শান্তনু ঠাকুরকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়‌। তার দাবি, যে রাস্তায় দাঁড়িয়ে আজকে তাকে হুমকি দেওয়া হয়েছে, সেই রাস্তাটা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন একটি সভায় বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে শান্তনু ঠাকুরকে কটাক্ষ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে এই তৃণমূল নেতা বলেন, “আজকে যে রাস্তায় দাঁড়িয়ে আমাকে হুমকি দেওয়া হয়েছে, সেই রাস্তাটা তৈরি করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠাকুরবাড়িতে আলো থেকে শুরু করে বিদ্যুৎ, সবকিছু পৌঁছে দিয়েছে রাজ্য সরকার। বিজেপি বা নরেন্দ্র মোদী কিন্তু এই কাজ করেনি।” অর্থাৎ উন্নয়নমূলক প্রকল্পের কথা বলে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে কটাক্ষ করে মতুয়া সমাজের মন জয় করার চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন, আজকে তাকে ঠাকুরবাড়িতে যেতে বাধা দেওয়া হলেও, ঠাকুরবাড়ির উন্নতিতে সবসময় সচেষ্ট তৃণমূল সরকার। এক্ষেত্রে বিজেপি সরকার এই ঠাকুরবাড়ির জন্য কিছুই করেনি বলেও অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে উন্নয়নের কথা বলে অভিষেকবাবু ঠাকুরবাড়ির মন জয় করতে কতটা সক্ষম হন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!