এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > তৃণমূলের ঘুম উড়িয়ে যুবর পাশাপাশি এবার সংখ্যালঘু ভোটব্যাংকেও বড়সড় থাবা বসালেন সৌমিত্র!

তৃণমূলের ঘুম উড়িয়ে যুবর পাশাপাশি এবার সংখ্যালঘু ভোটব্যাংকেও বড়সড় থাবা বসালেন সৌমিত্র!


ফের তৃণমূলের যুবরাজকে ধাক্কা দিলেন বিজেপির যুব মোর্চার প্রধান সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ যবে থেকে রাজ্য বিজেপির যুব মোর্চার দায়িত্ব নিয়েছেন, তবে থেকেই তৃণমূলের ঘর ভাঙছেন। এদিকে তৃণমূলের তরফ থেকেও বিজেপির সৌমিত্রকে পাল্টা দিয়ে যুবশক্তি নামে একটি নতুন কর্মসূচি নিয়েছে তৃণমূল। এর যারা দ্বায়িত্বে আছেন তারা সকালেই তৃণমূলের সাথে সরাসরি যুক্ত তবুও তৃনমূলের দাবি এটি অরাজনৈতিক কর্মসূচি, যেখানে যুবশক্তিকে প্রাধান্য দেওয়া হবে।

তাতে অভূতপূর্ব সাফল্য মিলেছে বলে দাবি করা হয়েছিল তৃণমূলের তরফ থেকে। কিন্তু তাতেও শেষ রক্ষা হচ্ছে না, সৌমিত্র একের পর এক মাত দিয়ে যাচ্ছেন যুবরাজকে। দ্বায়িত্ব নিয়ে থেকে তৃণমূলের যুবদের বিজেপির দিকে টানতে শুরু করেছেন বিজেপি সাংসদ। সেই ধাক্কা পূরণ করতে মাঠে নামলেও আটকানো যে সম্ভব হচ্ছে না তৃণমূলের তরফ থেকে তা স্পষ্ট হচ্ছে যত দিন যাচ্ছে। এবার তৃণমূলের সংখ্যালঘু ভোটের দিকে হাত বাড়ালেন সৌমিত্র।

জানা যাচ্ছে, বাঁকুড়ার বিজেপির অফিসে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন সংখ্যালঘু যুব নেতা-কর্মীরা। যোগদানকারীদের মধ্যে ৮০০ জন সংখ্যালঘু তৃণমূলের যুব নেতা কর্মী আছেন বলে দাবি করা হয়েছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি হরকালী প্রতিহার , সৌমিত্র খাঁ সহ স্থানীয় নেতৃত্ব। এতজন একসাথে বিজেপির হাত ধরায় কার্যত খুশির হাওয়া গেরুয়া শিবিরে।

আগত তৃণমূলীরা প্রাক্তন দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে বলে জানা গেছে, তাদের দাবি তারা তৃণমূলের উপর আর ভরসা রাখতে পারে নি তাই বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে বিজেপির দাবি এই ভাঙ্গন শুরু হলো তৃণমূল দলটাই নাকি থাকবে না আর ২০২১ এর পর। তবে যেভাবে ক্ষমতা পাবার পর সৌমিত্র তৃণমূলের ঘর ভাঙছেন তাতে ঘুম উড়তে চলেছে শাসকদলের যুবরাজের বলেই দাবি রাজনৈতিকমহলের।এখন অভিষেক কিভাবে নিজের ঘর সামলান সেটার দিকে তাকিয়ে রাজনৈতিকমহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!