এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভূপতিনগর কাণ্ডে ফের বড় পদক্ষেপ, তিন তৃণমূল নেতার ঘুম ওড়ালো এনআইএ! কটাক্ষ বিজেপির!

ভূপতিনগর কাণ্ডে ফের বড় পদক্ষেপ, তিন তৃণমূল নেতার ঘুম ওড়ালো এনআইএ! কটাক্ষ বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওপর হামলা এবং তাদেরকে চ্যালেঞ্জ করা কার্যত স্বভাবজাত প্রবৃত্তি হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের শাসক দলের নেতাদের। সন্দেশখালির পর ভূপতিনগরে সম্প্রতি যে ঘটনা ঘটে গেল, তা নিয়ে তৃণমূলকেই দায়ী করছেন সকলে। আর এই পরিস্থিতিতে গ্রেফতার হওয়া দুই তৃণমূল নেতাকে জেরা করেও বেশ কিছু তথ্য পাচ্ছেন না এনআইএ আধিকারিকরা। তাই আবার তারা শাসক দলের তিন হেভিওয়েট নেতাকে তলব করেছে। যার ফলে প্রবল অস্বস্তি তৈরি হয়েছে তৃণমূলের মধ্যে।

সূত্রের খবর, বাড়িতে তল্লাশি চালানোর পর আজ মেদিনীপুরের তিন নেতাকে ভূপতিনগর কাণ্ডের জন্য নিজেদের দপ্তরে তলব করেছে এনআইএ। জানা গিয়েছে, যে তিনজন নেতাকে ডাকা হয়েছে, তার মধ্যে একজন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ। বলা বাহুল্য, এর আগেও এই তিন নেতাকে তলব করা হয়েছিল। কিন্তু তারা জেরা এড়িয়ে গিয়েছেন বলেই খবর‌। তাই স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে তদন্তকে গুটিয়ে আনার ক্ষেত্রে এই তিন শাসক দলের নেতাকে জেরা করে রহস্য উন্মোচন করতে চাইছেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। স্বাভাবিকভাবেই তারা আজকে জেরাতে সহযোগিতা করলে ভালো, আর যদি তারা না করে, তাহলে ধরে নিতে হবে যে, তৃণমূল ভয় পেয়েছে। আর সেই কারণেই তারা এজেন্সির মুখোমুখি হতে পারছে না বলেই কটাক্ষ বিজেপির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!