এখন পড়ছেন
হোম > জাতীয় > লক্ষ ২০১৯ আর তাই এইসব বিশেষ পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

লক্ষ ২০১৯ আর তাই এইসব বিশেষ পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়


আসন্ন লোকসভা নির্বাচনে দলীয় সাফল্য পাওয়ার লক্ষ্যে এবং একই সাথে কেন্দ্রে বিজেপি শাসনের সম্পূর্ণ অবসান ঘটাতে এখন থেকেই কর্ম পরিকল্পনা শুরু করে দিলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দলীয় নেতা কর্মীদের নিজেদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে অবগত রাখতে কোর কমিটির বৈঠকের আহ্বাণ করলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে চলতি মাসের ২১ তারিখে স্থির হওয়া দলের কোর কমিটির বৈঠকে দল নেত্রী দলের অন্যনায় নেতাদের আগামী নির্বাচনে তাঁদের ভূমিকা এবং দায় দায়িত্ব সম্পর্কে অবগত করবেন। গোপন সূত্রে জানা তথ্য অনুসারে তৃণমূল কংগ্রেসের গৃহীত সম্ভাব্য পরিকল্পনাগুলি হলো , প্রথমতঃ মন্ত্রী সভায় পরিবর্তন – সদ্য সমাপ্ত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের পরেই পূর্ব পরিকলনা মতো মুখ্যমন্ত্রী মন্ত্রীসভায় প্রয়োজনীয় পরিবর্তন এনেছেন। দ্বিতীয়তঃ দলের সাংগঠনিক পরিবর্তন – এই পরিকল্পনা অনুসারে দলনেত্রীর নির্দেশে জেলা নেতৃত্বের ক্ষেত্রে সার্বিক বদল হয়েছে। দলীয় সদস্য হয়েও যারা বিরোধী দলের সাথে যোগাযোগ রেখে চলেছেন তাঁদের দরকারী সচেতনতামূলক বার্তা ও দেওয়া হয়েছে। তৃতীয়তঃ ভোটার তালিকায় নজর- আগামী বছর লোকসভা নির্বাচনে উদ্দেশ্যে ভোটার তালিকা প্রস্তুতি কার্য শুরু হয়ে গেছে। সেই ভোটার তালিকা প্রস্তুতের ক্ষেত্রে নেত্রী দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন সেই প্রস্তুত প্রণালীতে স্বতত নজর রাখতে যাতে কোনো রকম অসাধু উপায় অবলম্বন না করা হয়। চতুর্থতঃ ডিসেম্বরের লক্ষ্যে ব্লক স্তরে নির্দেশ- দলের জেলা সভাপতিদের দলনেত্রী নির্দেশ দিলেন ব্লকস্তরের কর্মীদের সক্রিয় হওয়ার জন্যে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

লোকসভা নির্বাচনের লক্ষ্যে এখন থেকেই দলীয় প্রচারকার্য শুরু করার জন্যে ব্লক স্তর থেকেই সক্রিয়তা দেখাতে বলেন তিনি। পঞ্চমতঃ বাড়ি বাড়ি প্রচারে জোর – প্রাচার মানেই জনসভা , জমায়েত নয় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটের আবেদন করতে হবে প্রার্থীদের । শুধু নির্বাচনের দিন কয়েক আগেই নয়। এই পদ্ধতি বছরের অন্যসময়েও জারী রাখতে জনসংযোগ বজায় রাখার উদ্দেশ্যে। এমনটাই নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। ষষ্ঠতঃ বিধায়কদের টার্গেট- আসন্ন নির্বাচনে দলীয় সাফল্য লাভের জন্যে এলাকার বিধায়কদেরও সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হবে। মূলতঃ জনসংযোগকেই হাতিয়ার করে নির্বাচনে জয়ের লক্ষ্য পূরণ করতে হবে। অনেক আগেই এই সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তমতঃ সংসদেরও উন্নয়নের খতিয়ান- লোকসভা নির্বাচনের সাফল্যের লক্ষ্যে কেবলমাত্র বিধায়কদেরই নয় সক্রিয় হতে হবে দলীয় সাংসদদেরও। জনগনের সামনে তাঁদের বিগত পাঁচ বছরের নির্বাচনী কেন্দ্রের উন্নয়নের তালিকার ব্যাখ্যা দিতে হবে। জনগন যে তাঁদের নির্বাচন করে সঠিক কাজ করেছেন সেই বিষয়ে নির্বাচনী কেন্দ্রের মানুষজনের আস্থাভাজন হতে হবে। অষ্টমতঃ বিজেপি কোথায় বাড়ছে নজর – শুধু নিজেদের দলের উন্নয়ন, প্রসারণ এবং জনসংযোগই নয় বিজেপি দলের প্রতিটি ছোট বড় পদক্ষেপের বিষয়েও কড়া নজর রাখতে হবে দলীয় কর্মীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!