এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > Big Breaking পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন ! কমিশনকে প্রধান বিচারপতির প্রস্তাব, তুঙ্গে জল্পনা !

Big Breaking পিছিয়ে যাচ্ছে পঞ্চায়েত নির্বাচন ! কমিশনকে প্রধান বিচারপতির প্রস্তাব, তুঙ্গে জল্পনা !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের তড়িঘড়ি দিন ঘোষণা এবং মনোনয়নপত্র পেশের সময় অল্প নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলো। যা নিয়ে আদালতের দ্বারস্থ হয়ে ছিল তারা। অবশেষে আজ সেই শুনানি পর্বে নির্বাচন কমিশনের আইনজীবীকে বড় প্রস্তাব দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। যেখানে শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রাথমিকভাবে জানিয়ে দিলেন, মনোনয়নপত্র পেশের জন্য সময় পর্যাপ্ত নয়। এক্ষেত্রে কমিশনের কাছে তারা আগামী 15 জুন থেকে মনোনয়ন পত্র পেশ করার সময় ধার্য করার জন্য প্রস্তাব দিয়েছে। আর তা যদি হয়, তাহলে স্বাভাবিক নিয়মেই নির্বাচন পিছিয়ে যাওয়ার কথা। তাই কমিশনের কাছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রস্তাব, সমস্ত কিছু নিয়ম মেনে নির্বাচন করানো হোক আগামী 14 জুলাই।

প্রসঙ্গত, মনোনয়ন পত্র পেশের সময়  থেকে শুরু করে কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে বিরোধীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। যা নিয়ে আজ শুনানি ছিল। আর সেই শুনানির সময় প্রধান বিচারপতি নির্বাচন কমিশনকে প্রস্তাব দেন, সকলে যাতে মনোনয়নপত্র জমা করতে পারে এবং তার জন্য যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য ধীরে সুস্থ এই মনোনয়নপত্র বেশ করাতে হবে। এক্ষেত্রে প্রধান বিচারপতির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, কমিশন যাতে মনোনয়নপত্র পেশের দিন 15 জুন করে। আর তার শেষ দিন হিসেবে রাখা হয় 21 জুনকে। পাশাপাশি মনোনয়নপত্র পেশের দিন যদি পিছিয়ে যায়, তাহলে স্বাভাবিক নিয়মেই নির্বাচন পিছিয়ে যাওয়ার কথা।

তাই প্রধান বিচারপতির পক্ষ থেকে আগামী 14 জুলাই নির্বাচন করানোর ব্যাপারে প্রস্তাব দেওয়া হয় নির্বাচন কমিশনকে। যদিও বা কমিশনের আইনজীবী পাল্টা সওয়াল পর্বে জানান যে, এর আগেও মনোনয়নপত্র পেশের সময় সাত দিন ছিল। কিন্তু এখন কেন তা নিয়ে প্রশ্ন উঠছে! তবে যুক্তি, পাল্টা যুক্তিতে এখনও পর্যন্ত চলছে সওয়াল পর্ব, কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে শেষ পর্যন্ত প্রধান বিচারপতি প্রস্তাব মতই যদি হয় নির্বাচন, তাহলে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন আবার পিছিয়ে যেতে পারে বলেই মনে করা হচ্ছে। কিন্তু চূড়ান্তভাবে আদালত এই ব্যাপারে কি জানায়, সেদিকেই নজর থাকবে গোটা রাজ্যবাসীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!