এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উপনির্বাচনে ভরাডুবির পরই বিজেপিকে প্রবল হুঁশিয়ারি রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

উপনির্বাচনে ভরাডুবির পরই বিজেপিকে প্রবল হুঁশিয়ারি রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- গত শনিবার রাজ্যের চারটি কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজ ফল ঘোষণা হতে দেখা যাচ্ছে, এই চারটি কেন্দ্রেই বিপুল ভোটে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। খড়দহ, শান্তিপুর, দিনহাটা, গোসাবা চারটি কেন্দ্রেই বিপুল ভোটে পরাজিত হয়েছে গেরুয়া শিবির। তৃণমূলের অভূতপূর্ব জয়ের পরই বিজেপিকে বড়োসড়ো হুঁশিয়ারি দিলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, ভারত থেকেই বিজেপির পতন যাত্রা শুরু হয়ে গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির এই পরাজয় প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন যে, বিজেপির পতন যাত্রা শুরু হয়ে গেছে। ২০২১ এর ভোটে বিজেপির শেষের শুরু হয়েছিল। আর এবার এই চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের এই বিপুল জয় বুঝিয়ে দিয়েছে যে, ভারত থেকেই এবার বিজেপির পতন যাত্রা শুরু হয়ে গেছে।

অন্যদিকে তৃণমূলের এই বিপর্যয়ের পর এক টুইট করে তৃণমূল প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, এই জয় হলো সাধারণ মানুষের জয়। বাংলা সবসময়ই উন্নয়ন ও একতাকে বেছে নেয়। কুৎসা ও ঘৃণার রাজনীতিকে কখনোই নয়। বাংলার মানুষের আশীর্বাদ পেয়ে বাংলাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিচ্ছেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!