এখন পড়ছেন
হোম > জাতীয় > দল বিরোধী কাজ করায় প্রাক্তন সাংসদ-সহ ২৪ জন সাসপেন্ড বিজেপিতে

দল বিরোধী কাজ করায় প্রাক্তন সাংসদ-সহ ২৪ জন সাসপেন্ড বিজেপিতে

দুর্নীতি ও দলবিরোধী কাজে যে কাউকে রেহাই দেওয়া হবে না তা আরেকবার স্পষ্ট করে দিলেন নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটি। ২০১৪ তে কেন্দ্রে ক্ষমতায় আসার আগে বিজেপি এই দুর্নীতি প্রশ্নেই ইউপিএ সরকারকে বিঁধেছিল আর তাতেই এসেছিল বড় সাফল্য বলে রাজনীনৈতিক মহলের ধারণা। আর এরপরেই নরেন্দ্র মোদী সরকার বেশ কয়েকটি ‘কঠিন’ সিদ্ধান্ত নিয়েছে, আর তার জন্য রাজনৈতিক ‘মূল্য’ চোকাতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন। আর এখন শিয়রে লোকসভা ভোট আর তাই দুর্নীতি আর দলবিরোধী কাজ নিয়ে ক্রমশ কড়া হচ্ছেন বিজেপি শীর্ষনেতৃত্ত্ব।
আর তাই গতকাল, এক প্রাক্তন সাংসদ সহ মোট ২৪ জন নেতাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিল বিজেপি। ঘটনাটি ঘটেছে গুজরাটে, যেখানে সামনেই বিধানসভা নির্বাচন এবং ঘাড়ের কাছে নিঃস্বাস ফেলছে বিরোধীরা। তবুও ওই ২৪ জন দল বিরোধী কাজে জড়িত থাকায় সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় গুজরাট রাজ্য বিজেপি। যদিও অন্য একটা অংশের মত হল, এই ২৪ জন আসলে বিজেপির অভ্যন্তরে থেকে কংগ্রেসকে সাহায্য করছিল, তাই বিজেপি কোনো ‘রিস্ক’ না নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!