এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা পুলিশের বাধা, ফের সন্দেশখালি যাবেন শুভেন্দু! জানিয়ে দিলেন দিনক্ষণ!

মমতা পুলিশের বাধা, ফের সন্দেশখালি যাবেন শুভেন্দু! জানিয়ে দিলেন দিনক্ষণ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কি ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশ? আজকে আটকে দেবেন আর শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়করা চুপ করে বসে থাকবেন! আজকে তাদেরকে না হয় আটকে দিলেন, শুধুমাত্র কোর্টের অর্ডারটা ছিল না বলে পুলিশের বাধাকে উপেক্ষা করে তেমন কিছু করলেন না বিজেপি বিধায়করা। কিন্তু এরপর যেদিন আসবেন, সেদিন মাথা উঁচু করে ঢুকবেন সন্দেশখালিতে। তাই পুলিশের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে সন্দেশখালি যাওয়ার পথে বাধা পেতেই আবার যে তিনি সন্দেশখালি যাচ্ছেন, তার ঘোষণা করে দিলেন এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি আবার একটি তারিখ দিয়ে জানিয়ে দিলেন, হাল ছাড়ার পাত্র তিনি নন। যেভাবে সেখানকার মা-বোনেদের ওপর অত্যাচার করেছেন তৃণমূল নেতারা, যেভাবে তাদের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করেছেন, তা শুনে লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে গোটা বাংলার। তাই সেই কারণেই সামান্য পরিস্থিতি খতিয়ে দেখার জন্য সেই সন্দেশখালি যেতে চেয়েছিল বিরোধীরা। কিন্তু সেভাবেও যেভাবে তাদের আটকে দেওয়া হলো, তাদের এই পুলিশের মুখোশ খুলে দিয়ে আবার সেখানে যাবে বিজেপি। কিন্তু কবে আবার বিজেপি এই কর্মসূচি নেবে? এদিন কিন্তু বাধা পেয়েই রাজপথ থেকেই শুভেন্দু অধিকারী নিজেদের পরবর্তী সন্দেশখালি পৌঁছে যাওয়ার দিন জানিয়ে দিলেন।

প্রসঙ্গত, এই রাজ্যের প্রশাসন সন্দেশখালিতে নাকি ১৪৪ ধারা জারি করেছে। খুব ভালো কথা। কিন্তু যেখানে ১৪৪ ধারা নেই, সেখানেই কেন বিজেপি বিধায়কদের বাসকে আটকে দেওয়া হলো! এটাই একটা বড় প্রশ্ন। আর বিজেপি বিধায়করা যদি ১৪৪ ধারা মেনে সেই সন্দেশখালিতে যেতেন, তাহলে কিন্তু তেমন অসুবিধে ছিল না। হয়ত দেখা যাবে, এই প্রশাসন আবার আগামীকাল তৃণমূল নেতা-মন্ত্রীদের সেই সন্দেশখালি পৌঁছে যেতে সহযোগিতা করছে। তাদের আটকানোর মত ক্ষমতা এই দলদাস পুলিশের হবে না। তাই এই পরিস্থিতিতে আজ শুভেন্দু অধিকারী যেখানে বাধা পেয়েছেন দিনভর অবস্থান করার পর জানিয়ে দিলেন যে, আগামী 15 তারিখ আবার তারা সন্দেশখালিতে আসবেন। এই পুলিশের সঙ্গেই দেখা হবে দুপুর দুটোর সময়। বিধানসভা থেকেই বিজেপি বিধায়করা একত্রিত হয়ে সন্দেশখালি পৌঁছে যাবেন।

এখন প্রশ্ন উঠছে যে, শুভেন্দু অধিকারী কি তাহলে কোনো অর্ডারের কাগজ নিয়ে আসবেন? আদালতের দ্বারস্থ হবেন! তারপর আদালত থেকে অনুমতি নিয়েই কি তিনি সন্দেশখালি পৌঁছে যাবেন! সেই বিষয়ে গ্যারান্টি পেয়েছেন বলেই কি শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের মুখের ওপর আবার একটা তারিখ দিয়ে বুঝিয়ে দিলেন যে, আবার তারা সন্দেশখালিতে আসছেন। অনেকে বলছেন, শুভেন্দু অধিকারী শুধু অপেক্ষা করছেন আগামীকালের জন্য। কারণ কথা আছে যে, আগামীকাল সন্দেশখালি যাবে তৃণমূলের একটি প্রতিনিধি দল। ফলে তারা যদি সেখানে যায়, আর পুলিশ যদি তাদের অনুমতি দেয়, তাহলে এক যাত্রায় কি করে পৃথক ফল হচ্ছে, এই বিষয় নিয়ে প্রশ্ন তোলা সম্ভব হবে। আর সেই প্রশ্ন একবার আদালতে তুলতে পারলেই এই রাজ্যের প্রশাসনের মুখোশ খুলে দিয়ে আদালত থেকে জয় এনে আবার সন্দেশখালিতে পৌঁছে যাবে বিজেপি বলেই মনে করছেন একাংশ। ফলে আজকে যদি আটকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে, খেলা শেষ হয়ে গেল, তাহলে তিনি ভুল করছেন। তার পুলিশের মুখের ওপর যেভাবে শুভেন্দু অধিকারী হুশিয়ারি দিয়ে এলেন, তাতে কিন্তু আবার বৃহস্পতিবার সরগরম হতে চলেছে রাজ্য রাজনীতি। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!