এখন পড়ছেন
হোম > জাতীয় > জল্পনা বাড়িয়ে কুমারস্বামী সরকারের ভবিতব্য ও স্থায়িত্ত্ব জানিয়ে দিলেন ইয়েদুরাপ্পা

জল্পনা বাড়িয়ে কুমারস্বামী সরকারের ভবিতব্য ও স্থায়িত্ত্ব জানিয়ে দিলেন ইয়েদুরাপ্পা


কর্ণাটকের কংগ্রেস – জেডিএস জোট সরকারের মেয়াদ সম্পর্কে একরকম ভবিষ্যত বাণী করলেন রাজ্যের বিজেপি দলের নেতা তথা নির্বাচন পরবর্তী আড়াই দিন মেয়াদের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। তাঁর অনুমান রাজ্যের নব গঠিত  কংগ্রেস এবং জেডিএস জোট সরকার তিন মাসও স্থায়ী হবেনা। উল্লেখ্য বুধবার জেডিএস নেতা তথা রাজ্যের নব্য মনোনীত মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর শপথ গ্রহণের দিনে রাজ্যে বিজেপি নেতা ইয়েদুরাপ্পার নেতৃত্বে বিজেপি দল প্রতিবাদ জানালো।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এদিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বললেন, “ভোটাররা বাতিল করা সত্বেও কংগ্রেস আর জেডিএস সরকার গড়ছে। আমি মনে করি এই সরকার তিন মাসও টিকবে না।” রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল সপর্কে তিনি জানালেন ,”কর্ণাটকের মানুষ আমাদের প্রতি ইতিবাচক সমর্থন জানিয়েছেন। তাই বিজেপি ১০৪টি আসনে জয়ী হয়েছে। আর এরাজ্যের মানুষ কংগ্রেস ও জেডিএসকে কার্যত বাতিল করেছে।” উল্লেখ্য একক বৃহত্তম দল হিসেবে নির্বাচনের ফলাফল ঘোষণার পরে বিজেপি সরকার গঠন করলেও আস্থাভোটে কোনো সমর্থন পাওয়ার সম্ভবনা না দেখে পদত্যাগ করেন বিজেপি মনোনীত নেতা তথা আড়াই দিন মেয়াদের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!