এখন পড়ছেন
হোম > জাতীয় > “কেন্দ্রের সঙ্গে আর সংঘাত নয়” মোদীর সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মমতা!

“কেন্দ্রের সঙ্গে আর সংঘাত নয়” মোদীর সঙ্গে বৈঠকের পর ইঙ্গিতপূর্ণ মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজনৈতিক তিক্ততা যতই থাকুক না কেন, রাজ্যের স্বার্থে অন্তত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা উচিত মুখ্যমন্ত্রীর। বারবার এই দাবি করেছে পশ্চিমবঙ্গের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রের সঙ্গে সংঘাতের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে। তবে বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার পর বাইরে বেরিয়ে এসে কেন্দ্র-রাজ্য সংঘাত কাম্য নয় বলে জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

স্বাভাবিকভাবেই তাঁর এই বক্তব্যকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলে কি অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে, এতদিন তিনি যে সংঘাতের রাস্তায় হাঁটতে হেঁটেছেন, সেই রাস্তা ভুল ছিল? আর সেই কারণেই তার এই ধরনের বিবৃতি, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। সূত্রের খবর, বুধবার বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ তাদের দুজনের মধ্যে নানা বিষয় নিয়ে আলোচনা হয়। আর তারপরেই বাইরে বেরিয়ে এসে কেন্দ্র-রাজ্য সংঘাত কাম্য নয় বলে জানিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এদিন এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকবেই। কিন্তু তার জন্য কেন্দ্র-রাজ্য সংঘাত কাম্য নয়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, অবশেষে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে, কেন্দ্রের সঙ্গে যদি সম্পর্কের তিক্ততা তৈরি হয়, তাহলে রাজ্যের উন্নতিতে বাধা আসতে পারে। তাই রাজনৈতিক দিক থেকে সম্পর্কের অবনতি হলেও প্রশাসনিক দিক থেকে যাতে সহযোগিতার হাত দুই পক্ষ বাড়িয়ে দেয়, সেই কথাই তুলে ধরেছেন বাংলার প্রশাসনিক প্রধান। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!