এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উপনির্বাচনের বড় জয়ের পর বিজেপির উদ্দেশ্যে কী বললেন অভিষেক? জেনে নিন

উপনির্বাচনের বড় জয়ের পর বিজেপির উদ্দেশ্যে কী বললেন অভিষেক? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ রাজ্যের চারটি কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল সামনে এসেছে। বেশ কিছুদিন যাবৎ টানটান উত্তেজনা চলছিল এই চার কেন্দ্রের উপনির্বাচন নিয়ে। তরজা জমে উঠেছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে। শেষ পর্যন্ত আজ উপনির্বাচনের ফলাফল প্রকাশ হল এবং দেখা গেল চারটি কেন্দ্রেই তৃণমূল ব্যাপক ভোটে জয়লাভ করেছে। কার্যত গেরুয়া শিবির আরও একবার বড়োসড়ো হারের মুখ দেখলো। নাটকীয়ভাবে তৃণমূলের এই বিশাল জয় নিশ্চিত হবার পরেই শুভেচ্ছাবার্তা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তার আগে অবশ্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মী এবং নেতাদের ও জয়ী প্রার্থীদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তিনি বার্তা দিয়েছেন, মানুষ উন্নয়নের সঙ্গে রয়েছে আর তাই মানুষের ভোটে তৃণমূল জয় পেয়েছে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বিজেপির কর্মী সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। তবে রাজনৈতিক মহলের অধিকাংশের ধারণা, তাঁর এই শুভেচ্ছাবার্তা যথেষ্ট শ্লেষমিশ্রিত। এদিন তৃণমূলের জয় নিশ্চিত হবার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকৃত অর্থে শব্দবাজিহীন দীপাবলির শুভেচ্ছা জানান বিজেপি নেতা কর্মীদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মঙ্গলবার রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্র, যথা- খড়দহ, গোসাবা, দিনহাটা এবং শান্তিপুরের ভোট গণনা ছিল। গত 30 শে অক্টোবর এই চারটি কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হয়। সকাল থেকেই আভাস পাওয়া যাচ্ছিল তৃণমূলের জয়ের। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে সেই জয় নিশ্চিত হয়ে যায়। আর তারপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটের মাধ্যমে বিজেপিকে কটাক্ষ সামনে এলো। যদিও গেরুয়া শিবিরের পক্ষ থেকে এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই টুইট বার্তা নিয়ে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

কার্যত বঙ্গ বিজেপি শিবিরে একের পর এক নির্বাচনে হার তাঁদের আত্মবিশ্বাসে যে চিড় ধরাচ্ছে সে ব্যাপারে নিশ্চিত থাকা যায়। উল্টোদিকে আবার একইভাবে তৃণমূল চব্বিশের লোকসভা নির্বাচনের আগে যে এই জয় থেকে শক্তি সঞ্চয় করলো সেটাও একপ্রকার নিশ্চিত। এবার সামনে রাজ্যের পুরভোট। খুব সম্ভবত আগামী মাসে রাজ্য সরকার পুরভোট করিয়ে নিতে চাইছে বলে খবর। আপাতত এই হার সামলে বিজেপি কীভাবে ঘুরে দাঁড়াবে? নাকি বিজেপির দৌড় এই পর্যন্তই, সেদিকে নজর রাখছে রাজ্যের ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!