এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিস্ফোরক বক্তব্য রাখতেই রাজ্যের মন্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সির হুঁশিয়ারি শুভেন্দুর,বাড়ছে উত্তেজনা

বিস্ফোরক বক্তব্য রাখতেই রাজ্যের মন্ত্রীকে কেন্দ্রীয় এজেন্সির হুঁশিয়ারি শুভেন্দুর,বাড়ছে উত্তেজনা


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রবল কটাক্ষ করেছেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একদিকে যেমন তিনি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ছিলেন, অন্যদিকে তিনি জানিয়েছিলেন যে, সাধারণ মানুষ প্রথম থেকে তৃণমূলের পাশে ছিলেন, এখনও তারা তৃণমূলের পাশে আছেন, আবার ভবিষ্যতেও থাকবেন। শুভেন্দু অধিকারী শান্তিপুরে যতবারই আসুন না কেন? তাতে কোনো পরিবর্তন হবে না বলেই, মনে করছেন তিনি। তাঁর এই বক্তব্যের জবাবে তাঁকে কেন্দ্রীয় এজেন্সির হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানালেন, পার্থ চট্টোপাধ্যায় যত পারবেন ততটাই কম মুখ খুলুন। না হলে কেন্দ্রীয় এজেন্সি আবার ডাকাডাকি করবে তাঁকে। তিনি আরও জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শুধু মাত্র দুটি দপ্তর কাজের। একটা হল কাটমানি দপ্তর, আরেকটি হলো ভাতা বিতরণ দপ্তর। প্রসঙ্গত, তাঁর বিরুদ্ধে বক্তব্য রাখার পর যেভাবে রাজ্যের মন্ত্রীকে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী, তা থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক বিশ্লেষকদের মুখে।

প্রশ্ন উঠছে, রাজ্যের শাসক দল তৃণমূলকে শায়েস্তা করতেই কি কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে থাকে বিজেপি? প্রশ্ন উঠেছে, নির্বাচন যখন মাথাচাড়া দেয় সেই সময় জোর তদন্ত শুরু হয় একাধিক কেলেঙ্কারির, একের পর এক নেতা মন্ত্রীকে তলব করা হয়, কিন্তু নির্বাচন মিটে গেলেই সমস্ত কিছু ঠান্ডা ঘরে চলে যায় কেন? আবার, তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে, নিজেদের রাজনৈতিক স্বার্থে বিজেপি কাজে লাগায় কেন্দ্রীয় এজেন্সিগুলোকে। এবার শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর তৃণমূলের এই অভিযোগে কিছুটা হলেও সত্যতা থাকতে পারে বলে, মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!