এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জয়লাভ করেই হিংসার পথে তৃণমূল? সরব বিজেপি! উত্তপ্ত দিনহাটা!

জয়লাভ করেই হিংসার পথে তৃণমূল? সরব বিজেপি! উত্তপ্ত দিনহাটা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের চারটিতেই বিপুল ভোটে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। গত বিধানসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে 57 ভোটে পিছিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী। কিন্তু এবার প্রায় 1 লক্ষ 63 হাজার 7 ভোটে বিজেপি প্রার্থী অশোক মন্ডলকে পরাজিত করে জয়লাভ করেছেন তৃণমূলের উদয়ন গুহ।

স্বাভাবিকভাবেই বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত দিনহাটাতে তৃণমূলের জয় নিঃসন্দেহে ঘাসফুল শিবিরের কাছে যথেষ্ট আনন্দের বিষয়। কিন্তু জয়লাভ করার সাথে সাথেই এবার তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থীকে উদ্দেশ্য করে “জয়বাংলা” স্লোগান দেওয়া থেকে শুরু করে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠতে শুরু করল। যাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা।

 

সূত্রের খবর, এদিন ফলাফল প্রকাশের পরেই বিজেপি প্রার্থী অশোক মন্ডল গণনা কেন্দ্র থেকে বের হন। আর তখনই তাকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। যেখানে বিজেপি প্রার্থীকে জয়বাংলা স্লোগান দেওয়া হয়। শুধু তাই নয়, বিজেপি প্রার্থী অশোক মন্ডলকে উদ্দেশ্য করে সবুজ আবিরও ছোড়া হয় বলে অভিযোগ। স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রথম নয়, এর আগেও প্রচার করার সময় বারবার অশোক মন্ডলকে বাধাদান করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। কিন্তু তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করেছে। তারপরেও কেন পরাজিত প্রার্থীকে উদ্দেশ্য করে তাদের এই ধরনের কাজকর্ম, তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজয় মিছিল না করার নির্দেশ দিয়েছেন, সেখানে প্রতিপক্ষের প্রার্থীকে উদ্দেশ্য করে শাসকদলের এই ধরনের বিক্ষোভ কার্যত নজিরবিহীন বলেই দাবি করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!