এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ইস্তেহার প্রকাশেও মোদীর মুখে বাংলার কথা, উচ্ছ্বাসে বিজেপি কর্মীরা!

ইস্তেহার প্রকাশেও মোদীর মুখে বাংলার কথা, উচ্ছ্বাসে বিজেপি কর্মীরা!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বাংলাকে যে এবার কেন্দ্রীয় বিজেপি অত্যন্ত গুরুত্ব দিচ্ছে এবং বাংলা থেকে যে বিপুল আসুন তারা পেতে চাইছে, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে। সেই কারণেই পশ্চিমবঙ্গে একাধিকবার নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার বিজেপির নির্বাচনী ইশতেহার প্রকাশেও প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল বাংলার কথা। যাকে কেন্দ্র করে উচ্ছ্বাস তৈরি হয়েছে বঙ্গ বিজেপি নেতাকর্মীদের মধ্যেও।

প্রসঙ্গত, আজ কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইশতেহার প্রকাশ করা হয়। যার নাম দেওয়া হয় সংকল্প পত্র। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে আজ বাংলা ও বাঙালির সবথেকে প্রিয় উৎসব নতুন বছরের নববর্ষের প্রসঙ্গ তুলে ধরেন তিনি। তবে শুধু বাংলা নয়, ওড়িশা, অসমের মতো রাজ্যেও আজ যে সমস্ত উৎসব পালন হচ্ছে, তার জন্য সেখানকার মানুষদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তবে বাংলার নববর্ষের কথা তুলে ধরে পয়লা বৈশাখের অভিনন্দন প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে পাওয়ায় লোকসভা ভোটের মুখে অত্যন্ত খুশি রাজ্য বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!