এখন পড়ছেন
হোম > রাজ্য > ভোটগ্রহণে চলছে তৃণমূলের বেআইনি হস্তক্ষেপ,অভিযোগ সিপিএমের

ভোটগ্রহণে চলছে তৃণমূলের বেআইনি হস্তক্ষেপ,অভিযোগ সিপিএমের

নোয়াপাড়া বিধানসভায় ভোটগ্রহণ পর্বে শাসকদলের পক্ষ থেকে চলছে অযথা ভোটারদের ভোট দিতে বাধা দেবার প্রক্রিয়া,দাবি সিপিএমের।নোয়াপাড়ার সিপিএম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায় এদিন জানান,৫০ শতাংশ ভোট বুথ জ্যাম হয়ে গিয়েছে।তৃণমূলের নেতা-কর্মীরা সিপিএমের এজেন্টদের কেন্দ্র থেকে বার করে দিয়েছে এমনকি কিছু জায়গায় গার্গীকে ঘিরেও তারা বিক্ষোভে সামিল হয়েছে বলে অভিযোগ জানান।

গার্গীদেবীর দাবি,এদিন গারুলিয়া বালিকা বিদ্যালয়ে ভোট দিতে যাবার সময় কিছু তৃণমূল কর্মী তাকে ঘিরে বিক্ষোভ শুরু করে।তিনি আরো বলেন,ভোটের পিরিস্থিতি বোঝবার জন্যই এদিন ভোর ৫ টা থেকে বুথে বুথে ঘুরেছেন তিনি।তার দাবি,অনেক জায়গা থেকে বার করে দেওয়া হয়েছে সিপিএমের এজেন্টদের। এমনকি তাদের মোবাইল ফোন পর্যন্ত কেড়ে নিয়েছে তারা।শেষ পর্যন্ত গার্গীদেবীর সাথে সকলে ভোট দিতে যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!