এখন পড়ছেন
হোম > জাতীয় > সামনে এল সি-ভোটারের সমীক্ষা – এনডিএ, ইউপিএ নাকি মহাজোট? কেন্দ্র থাকছে কার দখলে?

সামনে এল সি-ভোটারের সমীক্ষা – এনডিএ, ইউপিএ নাকি মহাজোট? কেন্দ্র থাকছে কার দখলে?

ঘোষণা হয়ে গেছে দেশের সপ্তদশ লোকসভা নির্বাচনের নির্ঘন্ট – সব দলই ব্যস্ত চূড়ান্ত রাজনৈতিক প্রস্তুতিতে। এরই মাঝে বিভিন্ন সমীক্ষা একে একে সামনে নিয়ে আসছে নিজেদের ওপিনিয়ন পোল। আর এই সমীক্ষার জন্যই বিখ্যাত অন্যতম সংস্থা সি-ভোটার সামনে নিয়ে এল নিজেদের সমীক্ষা। সেই সমীক্ষা অনুযায়ী –

বিভিন্ন রাজনৈতিক জোটের প্রাপ্ত ভোট শতাংশের হার হতে পারে –
এনডিএ – ৪২.০%
ইউপিএ – ৩০.৪%
আঞ্চলিক দলের জোট – ২৭.৬%

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিভিন্ন রাজনৈতিক জোটের প্রাপ্ত আসনসংখ্যা হতে পারে –
এনডিএ – ২৬১
ইউপিএ – ১৪৩
আঞ্চলিক দলের জোট – ১৩৯

অর্থাৎ কেন্দ্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ ২৭২-এ পৌঁছাচ্ছে না কোনো জোটই। তবে কেন্দ্রের বর্তমান শাসক জোট এনডিএ সরকার গঠনের সবথেকে কাছাকাছি থাকছে। সরকার গঠনের জন্য আঞ্চলিক দলগুলির মধ্যে থেকে ১১ টি আসনের সমর্থন পেলেই কেন্দ্রে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথগ্রহন করতে পারবেন নরেন্দ্র মোদী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!