এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > অধীর চৌধুরীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের বাড়ির পুরোহিত? জোর চর্চা রাজনীতির অন্দরে

অধীর চৌধুরীর বিরুদ্ধে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের বাড়ির পুরোহিত? জোর চর্চা রাজনীতির অন্দরে


প্রায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরই তাদের শীর্ষস্তরের নেতাদের বিরুদ্ধে অভিযোগ থাকে যে, ক্ষমতা পেলেই সেই নেতারা তাদের বাড়ির আত্মীয় এবং সদস্যদের সমাজের শীর্ষ স্থানে বসিয়ে দেয়। তবে রাজ্যের প্রধান বিরোধী দল হিসেবে গড়ে ওঠা বিজেপি এমনটা নয় বলেই প্রথম থেকে দাবি করে এসেছে গেরুয়া শিবিরের নেতারা।

এমনকি এই ব্যাপারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে পরিবারতন্ত্রনিয়েও বারে বারে তৃণমূলকে খোঁচা দিতে দেখা গেছে বিজেপি নেতাদের। কিন্তু প্রবাদ প্রবচনে একটি কথা আছে, “উপরের দিকে কিছু ছুড়লে তা নিজের দিকেই ফিরে আসে।”

তাই প্রতিটি রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ করলেও এবার আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ির পুরোহিত কৃষ্ণ জোয়াদ্দার আচার্যকে বহরমপুরে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা হেভিওয়েট কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করল গেরুয়া শিবির।

কিন্তু যেখানে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের 42 টি লোকসভা আসনের মধ্যে 22 থেকে 23 টা আসন নিজেদের দখলে রাখার জন্য টার্গেট বেঁধে দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, সেখানে কেন বহরমপুরের মত হেভিওয়েট কংগ্রেস নেতা অধীর চৌধুরীর বিরুদ্ধে কিছুটা দুর্বল প্রার্থী দিলীপ ঘোষের বাড়ির পুরোহিত হিসেবে পরিচিত কৃষ্ণ জোয়াদ্দার আচার্যকে প্রার্থী করা হল?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাহলে কি প্রকারান্তরে সেই অধীরবাবুর কাছে নির্বাচনের আগেই সমর্থন জানিয়ে দিল বিজেপি? জানা যায়, বিগত দুই মাস আগে এই দিলীপ ঘোষের বাড়িতে যজ্ঞ করতে গিয়েছিলাম কৃষ্ণ জোয়াদ্দার আচার্য। অনেকেই বলছেন, রাজনীতিতে রাজনৈতিক নেতারা নিজেদের আত্মীয়-পরিজনকে নিয়ে সবসময়ই ব্যস্ত থাকেন। আর তাইতো বিজেপি প্রথমে সঠিক প্রার্থী বাছাই করা হচ্ছে বলেই সেই প্রার্থী তালিকা প্রকাশে দেরী হচ্ছে বলেও শেষ পর্যন্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ির পুরোহিতকে কংগ্রেসের দাপুটে অধীর চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী করে এই কথাই প্রমান করে দিলেন যে, রাজনীতিতে স্বজনপোষণের কোনদিনই বাদ থাকবে না বলে মত ওয়াকিবহাল মহলের।

এদিকে বহরমপুরের বিজেপি প্রার্থী কৃষ্ণ জোয়াদ্দার আচার্যকে সেই ভাবে তিনি চেনেনই না বলে জানিয়ে দিলেন মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরীশঙ্কর ঘোষ। এদিন তিনি বলেন, “আমি প্রার্থীকে ঠিকমতো চিনি না, যারা এতদিন পার্টি করে এল তাদেরকে এখন যোগ্য মনে করা হচ্ছে না। দলে মতানৈক্য তৈরি হয়েছে।”

সব মিলিয়ে এবার ডাকাবুকো কংগ্রেস নেতা হিসেবে পরিচিত বহরমপুরের দীর্ঘদিনের সাংসদ তথা আসন্ন লোকসভায় সেই বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ির পুরোহিত হিসেবে পরিচিত কৃষ্ণ জোয়াদ্দার আচার্যকে প্রার্থী করায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!