পুলিশের সাহায্য ছাড়া এই সরকার একদিনও থাকতে পারবে না – দাবি ভারতী ঘোষের মেদিনীপুর রাজ্য March 28, 2019 একসময় জঙ্গলমহলের প্রাক্তন পুলিশ সুপার হিসেবে পরিচিত ভারতী ঘোষ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে “জঙ্গলমহলের মা” বলেই অভিহিত করতেন। কিন্তু তৃণমূলের ঘনিষ্ঠ থাকার সময় এই ভারতী দেবীর বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে বিরোধী দলের উপর সন্ত্রাস চালানোর অভিযোগ করেছিলেন রাজ্যের বর্তমান প্রধান বিরোধী দল হিসেবে গড়ে ওঠা বিজেপি। তবে বর্তমানে অবস্থান অনেক পরিবর্তন হয়েছে। এক সময় যার বিরুদ্ধে এতসব অভিযোগ করেছিল বিজেপি, এখন সেই ভারতী ঘোষই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। আর এবার বিজেপির প্রার্থী হয়েই ঘাটালের নির্বাচনী জনসভায় এসে রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিন রাজ্যের পুলিশ প্রশাসনকে আক্রমণ করে তিনি বলেন, “নিরপেক্ষতা বজায় রেখে আপনারা কর্ম ও ধর্ম পালন করতে না পারলে শুধু তেল দিয়েই যেতে হবে। আর বাটির তেল শেষ হয়ে গেলে আপনারা ভিক্ষার বাকিটুকুও পাবেন না। আসলে পুলিশের সাহায্য ছাড়া এই সরকার এক দিনও থাকতে পারবে না। এদের কোনো লজ্জা নেই। মুখ্যমন্ত্রী পুলিশের সাহায্য নিয়ে বিরোধীদের ভয় দেখাচ্ছেন।” অন্যদিকে বিগত কয়েক বছর আগে কামদুনির কলেজ ছাত্রীকে ধর্ষণ করার খুন করার প্রতিবাদে যখন রাজ্যে তীব্র আন্দোলন সংঘটিত হয়েছিল, ঠিক সেখানে গিয়ে কয়েক জন মহিলাকে মুখ্যমন্ত্রীর “মাওবাদী” বলে দেওয়া বেলপাহাড়ির সভায় সারের দাম জিজ্ঞেস করা নিয়ে শিলাদিত্যকে আটক করা সহ একাধিক ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের “মাওবাদী” তকমার কথা তুলে ধরে এদিনের সভায় শাসকদলকে কড়া ভাষায় সতর্ক তুলে করেন ভারতী ঘোষ। তিনি বলেন, “এখন দেখবেন আমি প্রশ্ন করছি আর আমাকে উনি মাওবাদী বলে দেবেন।” অন্যদিকে সারদা এবং নারদা কেলেঙ্কারি নিয়ে এদিন শাসক দলকে বিধে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ অভিনেতা দেবকে কটাক্ষ করে ভারতী ঘোষ বলেন, “এলাকার সাংসদ এলাকার উন্নয়ন নিয়ে কোনদিনও সংসদে তার দাবিদাওয়া তোলেননি শুধু সিনেমা নিয়েই ব্যস্ত ছিলেন।” সব মিলিয়ে রাজ্যের শাসক দল ও পুলিশ প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করে ঘাটালে নিজের নির্বাচনী জনসভা জমিয়ে দিলেন একদা মমতা ঘনিষ্ঠ তথা বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষ। আপনার মতামত জানান -