এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > সরকারি ত্রাণের সামগ্রী নিয়ে স্বজনপোষণ ও দলবাজির অভিযোগ হেভিওয়েট কংগ্রেস নেতার বিরুদ্ধে

সরকারি ত্রাণের সামগ্রী নিয়ে স্বজনপোষণ ও দলবাজির অভিযোগ হেভিওয়েট কংগ্রেস নেতার বিরুদ্ধে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ঘূর্ণিঝড় যশ ও তার পরবর্তী নিম্নচাপের কারণে মালদহ জেলাতে বহু মানুষের বসতবাড়ি নষ্ট হয়েছে, ভিটে হারিয়ে কোনরকমে দিন কাটাচ্ছেন বহু মানুষ। এই পরিস্থিতিতে সরকার থেকে তাদের ত্রাণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই পরিস্থিতিতে মালদহ জেলার হরিশচন্দ্রপুর ১ নম্বর ব্লকের বিঙ্গলগ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রধান বিমান বসাকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি শুধুমাত্র কংগ্রেস কর্মী, সমর্থকদের ত্রাণের সাহায্য দিচ্ছেন, বঞ্চিত করছেন তৃণমূল কর্মী-সমর্থকদের।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, ঝড় ও নিম্নচাপের কারণে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তাদেরকে সাহায্য দেয়া হয়নি। শুধুমাত্র কংগ্রেস কর্মী, সমর্থকদের সাহায্য দেয়া হয়েছে। যাদের সাহায্যের কোন প্রয়োজন নেই, তাদের হাতে সাহায্য তুলে দেয়া হয়েছে। তবে, কংগ্রেসের অভিযোগ, যে সামান্য কিছু ত্রিপল পাঠানো হয়েছে, সেগুলি জোর করে নিয়ে নেবার চেষ্টা করেছে তৃণমূল। তারাই এই ত্রিপল গুলি বিতরণ করবে বলে, দাবি করেছে। প্রধান সে দাবি মেনে না নেওয়ায় পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। বিডিওকে বিষয়টি জানিয়েছেন পঞ্চায়েত প্রধান বিমান বসাক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ঝড়ে, নিম্নচাপে ক্ষতিগ্রস্ত এক স্থানীয় বাসিন্দা জানালেন, তিনি তৃণমূল করেন বলে ঝড়,বৃষ্টিতে তার ঘর ভেঙ্গে গেলেও, কোনো সাহায্যের ব্যবস্থা করা হয়নি। খাবার-দাবার, ত্রিপল কোন কিছুই তাকে দেয়া হয়নি। পঞ্চায়েত প্রধানের কাছে তিনি গিয়েছিলেন। সাহায্যের আবেদন জানিয়েছিলেন। কিন্তু কোন কিছুই করা হয়নি। অপর এক তৃণমূল কর্মী জানালেন, ঝড়-বৃষ্টিতে অনেকের ঘর ভেঙেছে। পঞ্চায়েত প্রধানের কাছে অভিযোগ জানাতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু গিয়ে দেখেন পঞ্চায়েত অফিসে তালা মেরে রেখেছেন পঞ্চায়েত প্রধান। তিনি জানতে পেরেছেন, রাতে পঞ্চায়েত অফিস খোলা হয়। দিনে বন্ধ রাখা হয়। একমাত্র কংগ্রেস কর্মীদের সাহায্য করা হয়, তৃণমূল কর্মীদের বঞ্চিত করা হয়।

এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান বিমান বসাক জানালেন, করোনা ও ঝড়ের তাণ্ডবে যখন বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে অবস্থায় মাত্র ৫০ টি পলিথিন তাঁর কাছে এসেছে। যারা ঝড়ে, নিম্নচাপে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তিনি দরখাস্ত জমা দিতে বলেছেন। এর জন্য লেটার বক্সের ব্যবস্থাও করা আছে। সমস্ত কিছুরই ব্যবস্থা আছে। দরখাস্ত করার পর তার সত্যতা বিচার করেই তাকে সাহায্য দেয়া হবে বলে, জানালেন তিনি। তিনি জানালেন, যে ৫০ টি পলিথিন তার কাছে এসেছে, সেগুলো জোর করে ছিনিয়ে নিতে চাইছে তৃণমূল। তারা নিজেরাই এগুলি বিলির ইচ্ছা প্রকাশ করেছেন। তৃণমূলের এই দাবি মেনে নেননি তিনি।

এরপর পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন তৃণমূল কর্মীরা। তিনি চেয়েছেন, সমস্ত কিছু নিয়ম মোতাবেক করা হোক। তিনি অভিযোগ করেছেন, আগেও নিয়ম ভেঙ্গে পঞ্চায়েত অফিস থেকে জোর করে ত্রাণ সামগ্রী নিয়ে গিয়ে বিতরণ করেছেন তৃণমূল কর্মীরা। কিন্তু, এবার তিনি তা কিছুতেই করতে দেবেন না। তিনি জানিয়েছেন, দল-মত নির্বিশেষে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা যেন বঞ্চিত না হন, সে বিষয়টি দেখা হবে। এ বিষয়টি তিনি জানিয়েছেন বিডিওকে, থানার ওসিকে। এই সমস্যার দ্রুত সমাধান হবে বলে, আশা প্রকাশ করেছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!