এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রাজ্য গেরুয়া শিবিরে বিজেপি সভাপতির বার্তার বিপরীতে বিরোধী দলনেতার বৈঠক, মিলছে অন্তর্দ্বন্দের ইঙ্গিত

রাজ্য গেরুয়া শিবিরে বিজেপি সভাপতির বার্তার বিপরীতে বিরোধী দলনেতার বৈঠক, মিলছে অন্তর্দ্বন্দের ইঙ্গিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বেশ কিছুদিন যাবৎ রাজ্য রাজনীতিতে গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব ক্রমশ প্রকট হয়েছে। পাশাপাশি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে দূরত্ব ক্রমশ চওড়া হচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে একদিকে যখন রাজ্য বিজেপি সভাপতি বার্তা দিচ্ছেন তৃণমূল থেকে আসা নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের দূরত্ব কমানোর, ঠিক তার উল্টো পথে হাঁটলেন এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি এক ঝাঁক তৃণমূল থেকে আসা নেতা-নেত্রীকে নিয়ে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। কার্যত একুশের বিধানসভা নির্বাচনের আগে হাওড়া তৃণমূল শিবিরে বড়োসড়ো ধ্বস নামে।

একের পর এক নেতা তৃণমূল ছাড়েন। রাজীব বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বৈশালী ডালমিয়া, জটু লাহিড়ীর মতো নেতারা বিজেপিতে চলে যান। পাশাপাশি লক্ষ্মীরতন শুক্লাও মন্ত্রীত্ব ছেড়ে দেন। সেই অবস্থায় হাওরা অঞ্চলে তৃণমূল ভেঙে পড়ার অবস্থা হয়ে গিয়েছিল। ঠিক সেই জায়গা থেকে তৃণমূল ঘুরে দাঁড়াতে সমর্থ হয়। 2 রা মে যখন ফলাফল বের হয়, তখন দেখা যায় হাওড়ার 16 টি আসনের প্রত্যেকটি জিতে নিয়েছে তৃণমূল। অর্থাৎ বিজেপি তৃণমূল শিবিরে ভাঙন ধরিয়ে হাওড়া দখলের যে চেষ্টা চালিয়েছিল, তা সর্বতোভাবে ধুলিস্যাৎ হয়ে গিয়েছিল। কিন্তু তৃণমূল থেকে আসা হাওড়া জেলার দলবদলকারী নেতা-নেত্রীরা কিন্তু এখনো বিজেপিতে রয়ে গিয়েছেন।

একা রাজীব বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরে বেসুরো হয়েছেন। এই অবস্থায় হাওড়া জেলার বিজেপি নেতা নেত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে একটি ছবি টুইট করেছেন বিরোধী দলনেতা। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ যখন তৃণমূল থেকে আগত নেতাদের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন, ঠিক তখন শুভেন্দু অধিকারী এই বৈঠক করে কার্যত দিলীপ ঘোষকেই বার্তা দিতে চাইলেন বলে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মত, যেহেতু বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায় বেসুরো হয়েছেন, তাই কার্যত রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোণঠাসা করার জন্যই শুভেন্দু অধিকারীর এই পদক্ষেপ। রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে এমনিতেই তৃণমূলের অনেকেই ব্যাপক অভিযোগ এবং আপত্তি জানিয়েছেন, যা বাধা হয়ে দাঁড়াচ্ছে রাজীবের তৃণমূল প্রবেশের ক্ষেত্রে। এই অবস্থায় রাজীব বন্দ্যোপাধ্যায়কে একা করে দেওয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত তৃণমূল থেকে আসা নেতা শুভেন্দু অধিকারীও। কার্যত তৃণমূল থেকে আগত নেতাদের সঙ্গে দূরত্ব বজায় রাখার কথা বলে দিলীপ ঘোষ যে কার্যত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ইঙ্গিত করেছেন তা বলাইবাহুল্য। আর এবার তৃণমূল থেকে আগত নেতা-নেত্রীদের নিয়ে বৈঠক করে শুভেন্দু হয়তো বার্তা দিলেন দিলীপ ঘোষকে। এই পরিস্থিতিতে বাংলার গেরুয়া শিবিরের দুই কর্ণধারের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে। সেক্ষেত্রে আগামী দিনে এই ঘটনা নতুন কোন মোড় তৈরি করে কিনা রাজ্য রাজনীতিতে, সেদিকে লক্ষ্য এখন সবার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!